আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:৪৪

নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী উইজডমে দোয়া

ডান্ডিবার্তা | ০৯ মার্চ, ২০২৩ | ১০:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ভাষাসৈনিক ও রত্মাগর্ভা মা নাগিনা জোহার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম এট্যায়ার্স লিমিটেডে মাহফিল হয়। সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এই দোয়ায় অংশগ্রহন করেন এবং প্রতিষ্ঠানের সকলের কাছে তার প্রয়াত মায়ের জন্য দোয়া চান। এছাড়াও নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এতিমখানায় ও মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ২০১৬ সালের ৭ মার্চ নাগিনা জোহা মারা যান। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। নাগিনা জোহা ছিলেন ভাষাসৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একেএম সামসুজ্জোহার সহধর্মিণী। তার তিন ছেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ও ছোট ছেলে একেএম শামীম ওসমান একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য। নাগিনা জোহা ১৯৩৫ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাশেমনগরের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের পরিবারের পূর্বপুরুষদের নামানুসারেই গ্রামটির নাম কাশেমনগর রাখা হয়। তার বাবা আবুল হাসনাত ছিলেন সমাজহিতৈষী ও কাশেমনগরের জমিদার। শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় তার বিশেষ সুনাম ছিল। নাগিনা জোহার বড় চাচা আবুল কাশেমের ছেলে আবুল হাশিম ছিলেন অবিভক্ত ভারতবর্ষের মুসলিম লীগের সেক্রেটারি ও এমএলএ। চাচাতো ভাই মাহবুব জাহেদী ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। ভাগ্নে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতা সৈয়দ মনসুর হাবিবুল্লাহ রাজ্যসভার স্পিকার ছিলেন। ১৯৫১ সালে একেএম সামসুজ্জোহার সঙ্গে তার বিয়ে হয়। স্বামীর বাড়িতে এসেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা