
ডান্ডিবার্তা রিপোর্ট প্রতিবছর রমজান আসলেই নারায়ণগঞ্জ শহরে যানজট বেড়ে যায়; সাথে বাড়ে দূর্ভোগ। এমন দূর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি দিতে এ বছর ২৫ লাখ টাকা বরাদ্দ করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগীতায় এই অর্থের জোগান হবে। ব্যয় করা হবে সদর, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কমিউনিটি পুলিশ নিয়োগ ও তাদের বেতনের মধ্যদিয়ে। এতে কমবে যানজট আর দূর্ভোগ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ‘র সহ-সভাপতি সোহেল সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। বৈঠকে নারায়ণগঞ্জের যানজট, ছিনতাই বেড়ে যাওয়া, মৌমিতা পরিবহনসহ যাত্রীবাহী পরিবহনের নৈরাজ্য, চাষাঢ়া, পঞ্চবটিসহ বিভিন্ন স্থানের অবৈধ স্ট্যান্ড, অবৈধ পার্কিংসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদর-বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জ শহরে মানুষের চাপ বেড়েছে। লিংক রোডের কাজ চলায় এই দূর্ভোগ আরও বেড়েছে। রমজান মাস আসলে মানুষের চাপ আরও বাড়বে। এটা পুলিশের নিয়ন্ত্রণ করার কথা কিন্তু দুঃখজনক হলেও সত্য ঢাকার ২ কোটি মানুষের জন্য ৩৭ হাজার পুলিশ আর নারায়ণগঞ্জে ১ কোটি মানুষের জন্য মাত্র ২ হাজার। তাই পুলিশ সদস্য দিয়ে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছি, রমজান মাসে সিদ্ধিরগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার মানুষের চলাচল নির্বিঘœ করতে কমিউনিটি পুলিশ নিয়োগ দেওয়া হবে। এতে এক দিকে যেমন যানজট কমবে, একই সাথে মানুষের দূর্ভোগ লাগব হবে। এ জন্য ২৫ লাখ টাকা পুলিশ সুপারকে দেওয়া হবে। এই টাকা আসবে জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের থেকে। বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, রমজান মাসে যানজট নিরষনের জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশংয়ের মাধ্যমে যানজট নিরসনের উদ্যোগ নিয়েছেন সেলিম ওসমান স্যার। এতে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে আর পুলিশকে সহযোগীতার মাধ্যমে জনগণও উপকৃত হবে। এটা খুবই ভালো উদ্যোগ। আমি এ জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি মনে করি তাঁর মতো অন্যান্যদেরও এগিয়ে আসা উচিৎ। তার মতো এগিয়ে আসলে এই সমাজ ব্যবস্থাটা আরও বেশি ভালো হবে। প্রতিবছরই রমজানে যানজট নিরসনে এই উদ্যোগ নেন সেলিম ওসমান। গতবছর ১৫ লাখ টাকা দিয়েছিলেন তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯