আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:০১

বন্দরে জীবনবাজি রেখে বসবাস

ডান্ডিবার্তা | ১১ মার্চ, ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে ঝুঁকিপূর্ণ একাধিক বহুতল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার, যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এধরনের ভবনের সঠিক ব্যবস্থা গ্রহন না করা হলে দুর্ঘটনায় হারাতে পারে শত শত প্রাণ বলে ধারনা করছে সচেতন মহল। গতকাল শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দর বাবুপাড়া এলাকার হাজী মো: হামিদ মিয়া (হামদু)এর ২টি ৪ তলা ভবন, একই এলাকার মৃত হালিম মিয়ার ২ তলা পুরান ভবন, বন্দরের লক্ষনখোলা এলাকার মৃত রহমান চেয়ারম্যানের ২ তলা বাড়ি, একই এলাকার দারুসালাম জামে মসজিদের পিলার, রুপালি আবাসিক এলাকার শহিদ মিয়ার ২তলা বাড়ি, সোনাকান্দা করইতলা মোড় এলাকায় ৪ তলা ভবনসহ বন্দরের বিভিন্ন এলাকায় বসবাসের অনপুযোগি প্রায় শত বছরের পুরাতন ভবনে শত শত পরিবার বসবাস করছে। এ ব্যপারে ভাড়াটিয়াদের সাথে আলাপ করলে তারা বলেন, এই বিল্ডিংয়ে থাকতে ভয় করে কিন্তু কি করবো এখানে ভাড়া অনেক কম। একটু চিন্তা হয় কখন কি হয়ে যায় কারন টিভিতে দেখি বিভিন্ন দূর্ঘটনা খবর। দূর্ঘটনার চিন্তা করে বাসা ছাড়তে চাইলেও পারিনা কারন অনেক মাসের ভাড়া জমে গেছে ভাড়া পরিশোধ না করে বাড়িওয়ালা যাইতে দিবেনা। এব্যাপারে বাড়িওয়ালার সাথে আলাপ করলে বলেন, আল্লাহ্ ভরসা কিছুই হবে না মরন থাকলে মরবো। এখন নতুন করে বাড়ি বানানো টাকা কই পাবো? ভাড়াটিয়াদের বলেছি আমার বকেয়া ভাড়া দিয়ে বাসা ছেড়ে দিতে, আমার বাড়ি পুরাতন বলেইতো তাদের কাছথেকে ভাড়া কম নেই। এব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, সাধারণত ভবনের বিষয়গুলি দেখেন রাজউক। তারপরও বন্দরে যে ভবনগুলি ঝুঁকিপূর্র্ণ এবং ভবনের আশপাশের মানুষের ক্ষতি হতে পারে সেই সকল ভবনগুলিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা