
ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত।গতকাল শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মন্টু ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লক্ষ্মঈ চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি, জেলা কমিটির সদস্য কমরেড আঃ হাই শরীফ, কমরেড দুলাল সাহা, কমরেড শাহানারা বেগম, কমরেড বিমল কান্তি দাস, কমরেড আঃ সালাম বাবুল, কমরেড ইকবাল হোসেন প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ এক দু:শাসনের মধ্যে আছে। আজ দেশের মানুষ এক দু:শাসনের কবলে বন্দি। মানুষের ন্যূনতম ভোটের অধিকারটাও হরণ করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি যেন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। জনগণ জীবন জীবিকা নিয়ে দিশেহারা। নানা সংকটের মধ্যেও আমরা কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা লড়াই–সংগ্রাম অব্যাহত রেখেছি। সকল প্রকার শোষণ বঞ্চনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে আছি। আজকের আওয়ামীলীগ ও বিএনপির দ্বিদলীয় লুটপাট ও ক্ষমতার ভাগ-বাঁটোয়ারার ধারার বিপরীতে শ্রমিক কৃষকের পক্ষে সরকার গঠনের লক্ষ্যে সিপিবিসহ আমরা বাংলাদেশের বামপন্থীরা লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আওয়ামীলীগ লুটপাটের এক মহোৎসব শুরু করেছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেতর জীবন যাপন করলেও কিছু মানুষ বিদেশে লাখো কোটি টাকা পাচার করছে। কিন্তু এর কোনো বিচার হচ্ছেনা। বিএনপিসহ অন্যান্য বুর্জোয়া বিরোধীরা জনৈতিক শক্তি বিগত দিনের দেউলিয়াপনা আজও ঘোচাতে ব্যর্থ হচ্ছে। জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক দলগুলো বরাবরের মতো বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর স্বপ্নে বিভোর। এসুযোগে পুঁজিবাদ সাম্রাজ্য বাদের পরিকল্পনায় বিরাজনীতি করণের শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। নেতৃবৃন্দ বলেন, আমরা সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাই। এই সরকারের অধীনে নির্বাচন আমরা মেনে নেবনা। নেতৃবৃন্দ আরও বলেন, এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। লুটেরা বুর্জোয়া শ্রেণির বাজার-সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল শ্রমজীবী মানুষের জন্য রেশন দিতে হবে। বিদ্যুৎ, গ্যাস ও সকল প্রকার জ্বালানির মূল্য কমাতে হবে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯