আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:৫০

রাজপথ ধরে রাখতে চায় বিএনপি

ডান্ডিবার্তা | ১১ মার্চ, ২০২৩ | ১:১৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় আন্দোলন সংগ্রামে বিগত দিন থেকে ব্যাপক ভূমিকা পালন করে চলছে। অপর দিকে জেলা বিএনপির তাদের কেন্দ্রীয় সকল কর্মসূচি পালনে ব্যাপক তৎপর হয়ে রয়েছে। বর্তমানে ১০ দফা আন্দোলনের কর্মসূচি নিয়ে জেলা বিএনপি দফায় দফায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। অপর দিকে তারা সকল কর্মসূচি সফল করেই যাচ্ছে। আর জেলা বিএনপির সকল নেতাকর্মী এখন আন্দোলনমুখি। আর অনেকটাই উৎফুল্লভাবে কর্মসূচি পালন করে। তাই দফা দফায় চমক দেখিয়ে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর জেলা বিএনপিতে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। তার পর থেকেই জেলা বিএনপি আরো গর্জে উঠেছে। অপর দিকে জেলা বিএনপির একদিনে সকল উপজেলা, থানা কমিটিগুলো দিয়ে আবারো চমক সৃষ্টি করে। যার কারণে নেতাকর্মীরা আরো উজ্জ্বীবিত হয়ে উঠেছে। আবার জেলা বিএনপিকে ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে লাখো লাখো নেতাকর্মী নগরীকে কিছুক্ষনের জন্য অচল করে দিয়েছিল। সেই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, সরকারের বিরূপ আচরণ, আইনশৃঙ্খলাবাহিনীর দেখামাত্র গুলি, দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা, দলীয় প্রধান খালেদা জিয়াকে গৃহবন্দি করাসহ নানান দমন পীড়নে আন্দোলন তুঙ্গে অবস্থা থেকে হঠাৎ করেই ভেঙ্গে পড়েছিল বিএনপি। কিন্তু হঠাৎ বর্তমানে নারায়ণগঞ্জসহ পুরো বাংলাদেশে বিএনপির রাজনীতি সর্বশীর্ষে অবস্থান করছেন। যার কারণে নেতাকর্মীদের দাবি জেলা বিএনপিকে বর্তমানে ক্ষমতাসীন দল কোনভাবেই ধাক্কা দিয়ে পিছিয়ে ফেলতে পারবে না। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, বিগত দিন থেকে জেলা বিএনপি বর্তমানে অনকেটাই উজ্জ্বীবিত আর সকল নেতাকর্মীরা বর্তমানে আন্দোলন সংগ্রামের কথা শুনলেই গর্জে উঠে। আর আমাদের প্রতিটি পোগ্রামে আমাদের ২০% করে নেতাকর্মী আরো যুক্ত হচ্ছে। যার কারণে জেলা বিএনপি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম। আর আগামীতে আমাদের যে সকল কর্মসূচির ঘোষণা দিবে কেন্দ্রীয় কমিটি। সেই সকল কর্মসূচিকে সফল করতে জেলা বিএনপির আছে আর সমানে আরো ব্যাপক ভূমিকা নিয়ে থাকবে। জেলা বিএনপির যুগ্ম আহ্বাক শহিদুল ইসলাম টিটু বলেন, আমাদের জেলা বিএনপি অন্য জেলাগুলো থেকে আরো উজ্জ্বীবিত ও উৎফুল্ল। এই সংগঠনের নেতাকর্মীরা কিছুদিন আগে যোগ্য নেতৃত্ব দ্বারা কমিটির অনুমোদন দেয়। যা বিগত দিন থেকে সংগঠনকে আরো ব্যাপক শক্তি প্রয়োগ করতে সাহায্যে করে। আর জেলা বিএনপিসহ তার সকল অঙ্গসংগঠন এখন কোনভাবেই পিছিয়ে পরার নয়। আমার এগিয়ে যাচ্ছি আগামীতে ও আরো সামনের দিকে যাবো। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, জেলা বিএনপির রাজনীতি বর্তমানে অনেকটাই দেখার মতো। কিছুদিন আগে কমিটি গঠন করলো জেলা বিএনপির এই চমকে নেতাকর্মীরা আরো উৎফুল্ল ও সকল আন্দোলনে পাশে থাকতে আশাবাদী। এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, জেলা যুবদল হলো জেলা বিএনপির অঙ্গসংগঠন এটা যেভাবে বিগত দিনেও জেলা বিএনপির সকল কার্যক্রমে পাশে ছিল তা এখানো রয়েছে। জেলা যুবদলের নেতাকর্মীরা এখন অনেকটাই উজ্জ্বীবিত কারণ আমরা সকল নেতাকর্মীরা গ্রেফতার সহ সকল দু:খ কষ্টে পাশে থাকি। আর তাই নেতাকর্মীরা এখন গ্রেফতারসহ হামলা, মামলাকে ভয় পায় না। বিগত দিনে সকল কর্মসূচিতে জেলা বিএনপি যেভাবে উপস্থিত ছিল আগামীতে ও থাকবে। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা