আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:৪৬

না’গঞ্জ ক্লাব মাতালেন অনুপম রায় ও ঋতুপর্ণা

ডান্ডিবার্তা | ১১ মার্চ, ২০২৩ | ১:১৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় সংগীত পরিবেশন করবেন নারায়ণগঞ্জে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে তাঁর ব্যান্ড দল ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে পারফর্ম করবেন। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু। এর আগে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করে ব্যান্ডের পক্ষ থেকে লেখা হয়, ‘রাতে আমরা বাংলাদেশে সংগীত পরিবেশনা করব।’ নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু জানান, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে, ক্লাবের সদস্যদের নিয়ে এটি আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে গান পরিবেশন অনুপম রায় ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় বিশিষ্ট বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতের বাংলা ভাষার এই সময়ের জনপ্রিয় তরুণ গায়ক, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম অনুপম রায়। ২০১০ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ এর মাধ্যমে খ্যাতি পান তিনি। এরপর চলো পাল্টাই সিনেমায় অনুপমের ‘বাড়িয়ে দাও’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। তবে তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় বাইশে শ্রাবণ চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রতিটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া ‘গভীরে যাও’ বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুরিদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া ‘একবার বল’। এ ছাড়া অনুপমের জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি (বাংলাদেশ), শূন্য অঙ্ক, জাতিস্মর, চতুষ্কোণ, প্রাক্তন, বেলাশেষেসহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। অনুপম ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ চলচ্চিত্রে সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর পিঙ্ক, রানিং শাদি ডট কম, ডিয়ার মায়া, পরি, অক্টোবরসহ বলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এখন পর্যন্ত অনুপমের চারটি একক অ্যালবাম বেরিয়েছেÍপ্রথমটি ‘দুরবিনে চোখ রাখব না’, দ্বিতীয়টি ‘দ্বিতীয় পুরুষ’, তৃতীয়টি ‘বাক্যবাগীশ’ এবং চতুর্থটি ‘এবার মরলে গাছ হব’। তাঁর প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা লাভ করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা