আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:১৮

না’গঞ্জে বিএনপি আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাপ

ডান্ডিবার্তা | ১৪ মার্চ, ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এরই সাথে উত্তাপ বাড়ছে রাজপথে। নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখতে নারায়ণগঞ্জে কর্মসূচি পালন করে যাচ্ছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচিতে জেলার রাজনীতিতে উত্তাপ বাড়ছে। শীর্ষ দুই দলের নেতাদের পরস্পরকে উদ্দেশ্য করে রাখা বক্তব্যেও বাড়ছে ঝাঁজ। একের পর এক কর্মসূচি দিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জে বিএনপির পুনর্জাগরণ ঘটাতে সক্ষম হয়েছেন দলটির নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবীতে একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। এদিকে রাজপথে বিএনপি সক্রিয় অবস্থানকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগও। বিএনপির প্রতিটি কর্মসূচির দিন নারায়ণগঞ্জে পাল্টা কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে শান্তির সমাবেশ করে যাচ্ছে আওয়ামী লীগ নেতারা। রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আসলেও রূপগঞ্জ ও আড়াইহাজারে কয়েকটি সংঘর্ষের ঘটনা ছাড়া জেলায় এখন পর্যন্ত বড় ধরনের কোন সংঘাত হয়নি। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচিকে ঘিরে শহরের দুই নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হলেও দুই দলেরই শীর্ষ নেতাদের দুরদর্শিতায় সংঘাতের ঘটনা ঘটেনি। তবে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ যে বাড়ছে তা নেতাদের বক্তব্যে টের পাওয়া যাচ্ছে। জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ার অভিযোগ তোলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এসময় স্লোগান দাতাদের মাটির নিচ থেকে তুলে আনতে পাঁচ মিনিট সময় লাগবে বলে বিএনপিকে হুশিয়ারি দেন শামীম ওসমান। এদিকে শামীম ওসমানের এমন বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সাবধান হয়ে যান। অতীতে যা করেছেন তার ফল পেয়েছেন। কাজেই এগুলো বাদ দিয়ে দিন। নারায়ণগঞ্জ কারও ব্যাক্তিগত সম্পদ না। মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। কারও রক্তচক্ষুকে ভয় পাই না। প্রায় একই সময়ে শহরের দুই নং রেলগেট এলাকায় শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল বিএনপিকে উদ্দেশ্য করে “বিএনপিকে শিখিয়ে দাও শান্তির স্লোগান” সহ নানা রকমের স্লোগান দিতে দেখা গেছে। প্রধান দুই রাজনৈতিক দলের রাজপথে মুখোমুখি অবস্থান ও শীর্ষ নেতাদের এমন বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনৈতিক অঙ্গন ভবিষ্যতে আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা