
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কমিটিতে স্থান পেতে বিতর্কিত নেতারা করছেন নানা তদ্ববির ছুটছে শীর্ষ পর্যায়ের নেতাদের দ্বারে দ্বারে। যুগের পর যুগ ধরে রাজপথের পরীক্ষিত স্বেচ্ছাসেবক লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বির্তকিতরা পদ পদবী পাওয়ার জন্য তৎপর হয়ে উঠায় তৃনমূলের মধ্যে সৃষ্টি হয়ে অসন্তোষ, বিরাজ করেছে চরম ক্ষোভ। তাদের দাবি বিতর্কিত নয় ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের চাই নতুন কমিটিতে। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত নেতারা যেনো আর না আসতে পারে তার জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল নেতাদের নজরদারি রাখারও দাবি জানিয়েছে তৃনমুল। সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে সামনে রেখে হটাৎ করে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বির্তকিত সাবেক সদস্য জামির হোসেন ওরফে রনি মাহমুদ নিজেদেরকে জেলা স্বেচ্ছাসেবক লীগের পদ প্রত্যাশী ঘোষণা দিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন। পাশাপাশি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন ও বির্তকিত সাবেক সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানও মহানগরের হারানো পদে ফিরে পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। সাবেক সভাপতি জুয়েল হোসেনের বিরুদ্ধে রয়েছে কমিটি বাণিজ্যসহ নানান ধরনের অভিযোগ। আর দুলাল প্রধানের বিরুদ্ধেও রয়েছে মাদক ব্যবসা থেকে শুরু করে জায়গা জমি দখল বাণিজ্যসহ নানান ধরনের অভিযোগ। একাধিকবার ফেনসিডিল সহকারে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন দুলাল প্রধান। আরও জানা যায়, জামির হোসেন ওরফে রনি মাহমুদ ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন, তবে কোন পদপদবীতে ছিলেন না। তিনি সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম উদ্দিনের হাত ধরে জেলা আহবায়ক কমিটির সদস্য হন। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক ঘোষনা দেন যে সাবেক ছাত্র নেতাদের দলে প্রাধান্য দেয়া হবে। পাশাপাশি কোন মাদক সেবি ও মাদক ব্যবসায়ীদের দলে কোন পদ দেয়া হবেনা। জামির হোসেন ওরফে রনি মাহমুদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেয়ে নিজাম উদ্দিন আহমেদ তাকে সংগঠনের সকল কর্মকান্ড থেকে তাকে দূরে রাখেন। এবং কোথাও সংগঠনের পরিচয় দিতে নিষেধ করেন। আরও জানা যায়, জামির হোসেন ওরফে রনি মাহমুদ নিজেকে নারায়ণগঞ্জ কলেজের ভিপি পরিচয় দিয়ে বেড়ালেও তিনি সে পদে ছিলেন না। এমন কি ছাত্রলীগের কোন স্থানে কোন পদ পদবিতে ছিলেন না। কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে সেই ছবি দেখিয়ে জেলার বিভিন্ন ইউনিটের বিভিন্ন বির্তকিত ব্যক্তিদের দলিয় পদ পাইয়ে দেয়ার কথা বলে সুযোগ সুবিধাদি গ্রহন করেন। পাশাপাশি নিজেকে নারায়ণগঞ্জের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভির ঘনিষ্টজন বলে পরিচয় দিয়ে বেড়ান। আর ছগির আহমেদ দু’যুগ পূর্বের ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। সভাপতির পদ চলে যাওয়ার পর এই দুযুগ তিনি দলীয় কোন কর্মকান্ডে জড়িত ছিলেন না, দলীয় কোন মিছিল মিটিংয়ে দেখা যায়নি। তার জন্মভূমি সোনারগাঁয়েও নেই তার কোন কর্মী বাহিনী। তিনি নিজেকে এমপি শামিম ওসমানের লোক হিসেবে জাহির করার জন্য তার ফেসবুক আইডিতে নানা ধরনের প্রচার করে যাচ্ছেন। তিনি বলে বেড়ান ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা হওয়ার কারনে তার অনেক সহযোগী ও শুভাকাংখি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নানা গুরুত্বপুর্ণ পদে আছেন সে কথা বলে তিনিও জেলার বিভিন্ন ইউনিটে নেতা বানিয়ে দিবে বলে অনেকের কাছ থেকে সুবিধা নিচ্ছেন বলে জানা যায়। জামির হোসেন ওরফে রনি মাহমুদ ও ছগির আহমেদ দুজন দুই মেরুর আর্শিবাদ পুষ্ট দাবী করলেও বর্তমানে তারা একত্রিত হয়ে দলে বির্তকিত ব্যক্তিদের পদ দেয়ার মিশনে নেমেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি পদে সদর থনা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের আপন ছোট ভাই শফিউল বশার বাবুকে সভাপতি পদে ও পুলিশের উপর বোমা হামলার দুই নং আসামি ইকবাল মেম্বারের সহযোগী রবিকে সাধারন সম্পাদক বানাতে বাবু ও রবির নিকট থেকে সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি সোনাগাঁ উপজেলাতে এই দুজন একত্রিত হয়ে বির্তকিত ব্যাক্তিদের কাছ থেকে সুবিধা নিয়ে পদ পাইয়ে দেয়ার পায়তারা করছে। নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের তৃনমূল কর্মিদের দাবী এই বির্তকিত দুই ব্যাক্তিকে কোন ভাবেই যেন দলের কোন পদ দেয়া না হয়। এরা পদ পেলে স্বেচ্ছাসেবক লীগের দীর্ঘদিনের সুনাম বিনষ্ট অনিবার্য। জানাগেছে, গত ২০২১ নাসিক নির্বাচনে সক্রিয় ভুমিকা ও কেন্দ্রীয় নেতাদের দিকনির্দশনা না মানার কারনে নির্বাচনের দিনই নারায়ণগঞ্জ মাহনগর ও জেলাসহ আড়াইহাজার উপজেলা ব্যাতিত স্বেচ্ছাসেবক লীগের সকল কমিটি বিলুপ্ত করা হয়। তারপরপরই জেলার সকল সাংগঠনিক ইউনিট ঢেলে সাজানোর জন্য স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ছয়জন সহ-সভাপতির নেতৃত্বে ছয়টি টিম গঠন করে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরের সমস্ত ওয়ার্ড সমুহ এবং বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, সদর ও বন্দর থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য উপজেলায় সম্মেলনের প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত হওয়ার পর জেলা আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া খোকন ও সোনারগাঁ উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহামান মাসুম জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব পাওয়ার জন্য নতুন উদ্যেমে মাঠে নেমেছেন। কেন্দ্রীয় ও স্থানীয় নানা কর্মসুচিতে দুজনেরই বিশাল কর্মী বাহিনী নিয়ে সরব উপস্থিতি জানান দিয়ে অদ্য পর্যন্ত দলিয় কর্মকান্ডে নিয়োজিত আছেন। পাশাপাশি মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদ পেতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা কায়কোবাদ রুবেল ও সাবেক ছাত্রলীগ নেতা হাজী শফিকুল ইসলাম সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯