আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:৩৬

দ্বন্দ্বের মধ্যেও সরব বিএনপি

ডান্ডিবার্তা | ১৫ মার্চ, ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গন। কমিটিতে পদ বাগিয়ে নেয়া, একে অপরকে মাইনাস ইত্যাদির মাধ্যমে বিভক্ত হয়ে পড়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। তবে অতীতের যেকোন সময়ের চেয়ে রাজপথে নেতাকর্মীদের সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে দলের ভেতরে বিভিন্ন উপদলীয় কোন্দলে ভুগছে বিএনপি। নিজেদের মাঝে বিভক্তি থাকলেও দলীয় কর্মসূচিতে নিজ নিজ অনুসারীদের নিয়ে সক্রিয় থাকছেন নেতারা। চেষ্টা করছেন নিজেদের শক্তির জানান দিতে। দলের ভেতরে নেতৃত্ব নিয়ে চরম অসন্তোষ রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই মহানগর বিএনপিতে শুরু হয় বিদ্রোহ। কমিটি ঘোষণার পরপরই কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। একে একে কমিটি থেকে প্রায় ১৫জন নেতা পদত্যাগ করেন। সদর-বন্দর আসনের সাবেক সাংসদ আবুল কালামের অনুসারী এবং মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির আরেক প্রভাবশালী নেতা কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলয়ের নেতাকর্মীদের মাইনাস করার ফলে কয়েক ভাগে বিভক্ত হয়ে যায় মহানগর বিএনপি। তবে নিজ নিজ বলয় নিয়ে দলীয় কর্মসূচিগুলো সক্রিয় ভাবে পালন করছেন তারা। অন্যদিকে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের পরই পৃথকভাবে হাটতে শুরু করেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ। ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রে অনুমোদন পত্রে আহ্বায়ক, সদস্য সচিব এবং ১নং যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর থাকার কথা থাকলেও কেন্দ্রের সেই নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ তার। সম্প্রতি মূল কমিটির সাথে দেখা না গেলেও নিজের অনুসারীদের সংগঠিত করতে চেষ্টা করছেন তিনি। মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির একটি বড় অংশ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে। এদিকে ফতুল্লা থানা বিএনপির বিগত কমিটির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলকে বাদ দিয়ে একই কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটুকে আহ্বায়ক করে গঠন করা হয় ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটি। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে রয়েছে চরম অসন্তোষ। তবে দলীয় কর্মসূচিতে মামুন মাহমুদ বলয়ের সাথে রাজপথে সক্রিয় আছেন রোজেল। সোনারগাঁ থানা বিএনপির রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। গত নির্বাচনে সোনারগাঁ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি। এখানে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রাজপথে সক্রিয় আছেন এই আসনে বিএনপির টানা চারবারের সংসদ সদস্য রেজাউল করিম ও তার অনুসারীরা। একই দৃশ্য আড়াইহাজার বিএনপিতে। আসনটির তিনবারের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরকে সম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচিতে সক্রিয় হতে দেখা গেছে। অন্যদিকে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার বিএনপিতে একচ্ছত্র আধিপত্য কয়েম করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় কর্মসূচিতে নিজের অনুসারীদের নিয়ে সক্রিয় রয়েছেন তিনি। গত নির্বাচনে আাড়াইহাজার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন এই নেতা। একই আসনে সক্রিয় রয়েছেন মাহমুদুর রহমান সুমনও।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা