
ডান্ডিবার্তা রিপোর্ট চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই ধারাবাহীকতায়, প্রস্ততি নিতে শুরু করেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। চলছে বর্তমান এমপি-মন্ত্রীদের মাঠ পর্যায়ের জরিপ। সেই জরিপের ভিত্তিতেই আগামী নির্বাচনে দেয়া হবে মনোনয়ন। এক্ষেত্রে বাদ পরতে পারে মন্ত্রীরাও। এমনকি এবারের নির্বাচনে প্রায় শতাধীক নতুন মুখ আসতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। শুধু তাই নয়, ইতিমধ্যে সারা দেশ থেকে বেশ কিছু অভিযোগ জমা পরেছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই সকল অভিযোগও পর্যালোচনা করা হবে মনোনয়নের ক্ষেত্রে। এবারের নির্বাচনে প্রবীনদের পাশাপাশি নবীন ও নারীদের অগ্রাধীকার দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টিতে ক্ষমতাশীন আওয়ামী লীগের সংসদ সদস্য রয়েছে। আছেন একজন মন্ত্রীও। রূপগঞ্জ আসনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), আড়াইহাজার আসনে নজরুল ইসলাম বাবু ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে শামীম ওসমান। সুত্র মতে, আড়াইহাজার আসনের বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুর সরাসরি কোন প্রতিদ্বন্দ্বী নেই। তাই বলা যায়, চতুর্থ বারের মতো এই আসন থেকে মনোনয়ন পেতে তাকে খুব একটা বেগ পেতে হবেনা। তবে আওয়ামী লীগের হাই কমান্ড দ্বারা পরিচালিত জরিপের তথ্য ভিন্ন হতে পারে। অন্যদিকে, রূপগঞ্জ ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে বর্তমান এমপিদের পাশাপাশি আরও বেশ কয়েকজন নেতা ওই আসনে মনোনয়নের জন্য আগ্রহী। সরাসরি মুখ না খুললেও অনেকেই ভেতরে ভেতরে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। পাশাপাশি আসন ধরে রাখতে বর্তমান জনপ্রতিনিধিরাও নানা কর্মকান্ডের মাধ্যমে তুলে ধরছেন নিজেদের। অনেকে আবার চাইছেন ভোটও। জানা গেছে, রূপগঞ্জে আসনে বর্তমান সংসদ সদস্যর পাশাপাশি আরও ডজনখানেক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো- রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, মুশফিকুর রহমান রিপন, আব্দুল্লাহ আল মামুন, আনছার আলী, জুয়েল মাস্টারসহ অনেকে। অপর দিকে, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে বর্তমান এমপি শামীম ওসমান ছাড়াও মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহাসহ অনেকে। এদিকে, সরকারি, বেসরকারি ও বিদেশি সংস্থাদের মাধ্যমে জরিপ করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য লে. ক. (অব) মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, প্রার্থী নির্বাচনে মাঠ পর্যায়ের জরিপ করা হচ্ছে। একটা হলো আমাদের সরকারি সংস্থার মাধ্যমে জরিপ। আরেকটা হচ্ছে বেসরকারি সংস্থার মাধ্যমে। কোন কোন জায়গায় বিদেশি সংস্থার মাধ্যমে জরিপ করা হচ্ছে। প্রতিবারই কিন্তু আওয়ামী লীগের তিন ভাগের এক ভাগ মনোনয়ন থেকে বাদ যায়। কারণ তারা দলের সাথে মিলে মিশে কাজ করতে পারেনি। এবার মনোনয়নের ক্ষেত্রে মন্ত্রীরাও বাদ পরতে পারে। তাতে অবাক হওয়ার কিচু নেই। মুহাম্মদ ফারুক খান আরও বলেছেন, নেত্রী বলেছেন, ‘যে অনেকর বিরুদ্ধে অভিযোগ কিন্তু তার কাছে আছে। সে ধরণের অভিযোগ থাকলে আপনাদের মনোনয়ন দেয়া হবে না।’ আমরা কমিটি গঠনের ক্ষেত্রেও কিন্তু নবীন-প্রবীনদের সমন্বয়ে করি। এক্ষেত্রেও সেরোকমই হবে। এবং পাশাপাশি নারীদেরও অগ্রাধীকার দেয়া হবে। অন্যদিকে, মনোনয়নের ক্ষেত্রে নতুন অনেক মুখ আসতে পারে ইঙ্গিত করে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, যারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যারা জনগনের কাছে এই দীর্ঘ চার সাড়ে চার বছর যায় নাই। বা মানুষ তাদের সুখ-দুখে তাদের সাথে পায়নি বলে যে অভিযোগ আছে তাতে তো নিশ্চই বলা যাবে মনোনয়ণের ক্ষেত্রে নেত্রী ঠিকই বিবেচনা করবেন। এক্ষেত্রে নতুনরাও আসতে পারে। আবার পরিপক্ক রাজনীতিবীদরাও আসতে পারে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯