
ডান্ডিবার্তা রিপোর্ট রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ক্ষমতাসীনদের একের পর এক কৌশলের কাছে মার খাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলন। রীতিমত গন্তব্যহীন পথে হাটছে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি। বিগত সময়ে যে সমস্ত নেতা দলীয় নানা কর্মসূচীতে সিংহের গর্জন ছাড়লেও বর্তমানে ওই সব নেতাদের দেখা নেই রাজপথে। এসব নেতারা অনেকটা বিড়ালের মতো লেজ গুটিয়ে গর্তে অবস্থান নিয়েছে একাদশ সংসদ নির্বাচনের আগেই। এ কারণে দিক নিদের্শনাহীনতায় ভোগছে দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা। ফলে দলীয় কর্মীরা ভূগছে নানা সংশয়ে। দলের নেতাকর্মীদের দিক নিদের্শনাহীনতার কারণে কেউ রাজনীতির ভোল পাল্টাতে পারে, কেউ দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ কেউ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে আগ্রহী হয়ে উঠেছেন। জানাগেছে, সম্প্রতি বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি পালনে নামেন জেলা বিএনপি। নির্বাচনের আগ মুহুর্তে এবং আন্দোলনের দিকে যে মুহুর্তে থাকার কথা ঠিক সে সময়তেই জেলা বিএনপির অধিকাংশ নেতাই আত্মগোপনে চলে গেছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচী পালনের নামে ১০/১২ জন নিয়ে ফটোসেশন করেছে মহানগর বিএনপি। কর্মসূচী পালনে ব্যর্থ হওয়ায় নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রমতে, দলের ক্রান্তি সময়েও নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ নেতাদের সমন্বহীনতা ও দ্বন্দ্বের কারনে বিএনপির রাজনীতিতে চরমা হতাশা বিরাজ করছে। একদিকে সরকারের শক্ত অবস্থান অন্যদিকে দলের মধ্যে দ্বন্দ্ব আর কোন্দল, এ দুই নিয়ে দলের নেতাকর্মীরা সিদ্ধানাতহীনতার দোলাচলে ভূগছেন। যে কারণে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে রাজপথে নামতে দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। পাশাপাশি চলমান পরিস্থিতির কারণে দলের কিছু নেতাকর্মী দেশ ত্যাগ করার চিন্তা করছে, কেউ রাজনীতি ছাড়তে চাচ্ছেন, আবার কেউ দল পাল্টানোর চিন্তা করছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এরই মধ্যে অনেক শীর্ষ নেতা দেশ ত্যাগ করেছেন। আবার কেউ ক্ষমতাসীনদের সাথে আতাঁত করেই রাজনীতি করছেন। কর্মীদের অভিযোগ, নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা পৃথক পৃথক বলয় তৈরী করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে চাচ্ছেন। আর এসব করতে গিয়ে দলের সাংগঠনিক অবস্থান দিকে নজর দিতে পারছে না। ফলে একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। জানাগেছে, একাদশ সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জে বিএনপি সাংগঠনিক ভাবে অনেক দূর্বল হয়ে পড়েছে। কোন নির্দিষ্ট গন্তব্য না থাকায় নেতারা নিজেদের মত করেই দিন কাটাচ্ছেন। দলীয় কর্মসূচী পালনে কোন আগ্রহ প্রকাশ করেছেন না। তবে নারায়ণগঞ্জ বিএনপিরকে আবারো শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা। জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দীন জানান, আগামী দিনের আন্দোলন সংগ্রামকে সামনে রেখে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। জনগণ এখন পরিবর্তন চায়, এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এসি রুমে বসে আর আলিশান গাড়িতে চড়ে সরকারের মন্ত্রী-এমপিরা বেফাঁস কথা বলে জনগনের সাথে মশকারা করছে। এটা অত্যন্ত দু:খজনক। তাই জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং জনগণকে আগামীদিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত করতে আমরা ইতমধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে দিয়েছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের জনগণ খুবই দুর্ভীক্ষ অবস্থান রয়েছে । দেশে গুম, খুন বেড়েই চলেছে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ ভালো নেই। বিএনপি এদেশের সাধারন মানুষের দল। বিএনপির চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ততা করতেই আমরা এই কর্মসূচি পালন করবো। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, আমরা চিঠি পেয়েছি, কেন্দ্রে মিটিংও করেছি। সেই মিটিংয়ের নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের সাথেও মিটিং করেছি। থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন বলেন, আমাদের কাজ হচ্ছে মানুষকে জনসম্পৃক্ত করা। মানুষকে সচেতনতা তৈরি করা যে, সরকারের হাতে মানুষ নিরাপদ নয়। এটা অনির্বাচিত, কর্তৃত্ববাদী সরকার। নিশি রাতের সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। মানুষের স্বাধীনতা নেই। তাই এই সরকারকে ক্ষমতায় রাখার আর কোনো যৌক্তিক কারণ নেই। এখন আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। দেশের মানুষ এই মুহূর্তে অত্যাচারী সরকার থেকে মুক্তি চায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯