আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:৩১

আমরা সবাই ধনী হতে চাই: মেয়র আইভী

ডান্ডিবার্তা | ১৬ মার্চ, ২০২৩ | ৯:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরও স্মার্ট হতে হবে। শুধুমাত্র পোশাকে স্মার্ট হলেই হবে না। আমাদের মন, মেধা, বুদ্ধি, ভালোবাসা, দেশপ্রেম, লেখাপড়ায় সততা, স্মার্টনেস থাকতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় বিদ্যানিকেতন হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র আইভী বলেন, মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলের ছাত্রী ছিলেন। উনি আমাদেরই একজন। বিদ্যানিকেতন স্কুলে এলাকার সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে। অনেক জায়গায় পড়ার চাপে বাচ্চারা নতজানু। এইক্ষেত্রে বিদ্যানিকেতন একেবারেই ব্যতিক্রম। সততা আমরা ভুলেই গেছি। ঘুষ দেওয়া এবং নেওয়া আমাদের নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লজ্জা-শরমও আমরা পাই না। খুবই শর্টকাটে আমরা ধনী হতে চাই। এইসব চিন্তা বাদ দিতে হবে। সৎ সঙ্গে থেকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, শেখ হাসিনার উন্নয়নে সহযোগী হতে চাই। অনুষ্ঠানে বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপত্ত্বিতে ও আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সম্মানিত অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা