আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:২৩

রদবদল হতে পারে মহানগর বিএনপি!

ডান্ডিবার্তা | ১৬ মার্চ, ২০২৩ | ৯:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে পদ বাণিজ্যের বিষয়ে তদন্ত করছেন কেন্দ্রীয় বিএনপি। আর সেই অভিযোগ সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় বিএনপি। এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায়, গত ১২ মার্চ দুপুরে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, হাজী নুরউদ্দিন, আবদুর সবুর খান সেন্টুর ও এম এইচ মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। আর এই সাক্ষাতে তারা মহানগর বিএনপির বর্তমান কর্মকা- তুলে ধরেন। ওই সময়ে ফখরুল নেতাকর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রাম করার তাগিদ দেন এবং মহানগর বিএনপি নিয়ে করণীয় সম্পর্কে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন আশ্বাস দেন। একই সাথে মির্জা ফখরুল ইসলাম তাদের বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনিপর পদ বাণিজ্যের কেন্দ্রীয় বিএনপি অবগত রয়েছে। তারা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন পদ বাণিজ্যের বিষয়ে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নিবে। এর আগে গত ৪ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় মহানগর বিএনপির একটি অংশেল নেতাকর্মীদের উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। আর এই পদযাত্রা কর্মসূচির পূর্বে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ তুলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি রাশেদ আহমেদ টিটু। জনসম্মুখে এবং প্রকাশ্যে এমন আলোচিত মন্তব্য করার পর বিষয়টি বিএনপি নেতাকর্মীদের কাছে টক অব দ্যা টাউনে পরিণত হয়। পদ বাণিজ্যের অভিযোগে বিদ্ধ হন আবু আল ইউসুফ টিপু। উভয়কে নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে বিএনপিতে। এ নিয়ে ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সাথেও কথা হয় রাশেদ আহমেদ টিটুর। যার অডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি সদর থানা বিএনপির ৫৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় মহানগর বিএনপি। কমিটিতে যুগ্ম আহবায়ক রয়েছেন ১৫ জন। এই যুগ্ম আহবায়কদের তালিকায় রাশেদ আহমেদ টিটুর নাম অন্তর্ভুক্ত হবার কথা ছিল বলে দাবি তার। কিন্তু টাকা না দেয়ায় সেখানে নাকি তার জায়গা হয়নি বলে অভিযোগ টিটুর। দলীয় সূত্র বলছে, ২০২২ সালের গত ১৩ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়। আর এই কমিটি ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে পরেছেন। একটি অংশের নেতাকর্মীরা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কমিটি গঠনের নানা বিতর্কিত ঘটনা ঘটেই যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা