আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০১

ফতুল্লায় পাসপোর্ট অফিসে ১৪ দালাল গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৭ মার্চ, ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট র‌্যাবের অভিযানে পার্সপোর্ট দালাল চক্রের দুইজন মুলহোতাসহ ১৪জনকে গ্রেফতার করেছে। গত বুধবার পৌনে ১২টায় ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পার্শে সামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামক দোকান এর সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকা হতে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা জালকুড়ি সিকদারবাড়ি এলাকার আবদুল মান্নানের ছেলে মোঃ মুকুল মোল্লা (৩০), ফতুল্লা রেলষ্টেশন এলাকার মোলায়মানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৮)সহ তাদের ১৪ জন সক্রিয় সদস্য জালকুড়ি এলাকার মৃত.হাসান আলীর ছেলে মোঃ রাকিব (২৫), সোনারগাঁয়ের বাঘরি এলাকার ফজলুল হকের ছেলে মোঃ আলমগীর (৩২), জালকুড়ি নাইন্তারপাড় এলাকার আমিন শিকদারের ছেলে মোঃ নবীন (১৮), সিদ্ধিরগঞ্জ তুষারধারা এলাকার সাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত.আলাউদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম রানা (৩৫), ফতুল্লা পিলকুনি মোল্লাবাড়ি এলাকার শাহজাহানের ছেলে মোঃ সাখায়েত উল্লাহ (৩০), বন্দর একরামপুর উইলসন এলাকার মৃত.খলিলুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫), তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকার মৃত. দেলোয়ার শিকদারের ছেলে মোঃ ইমরান হোসেন সুজন (৩৪), সিদ্ধিরগঞ্জ সাহেবপাড়া বাজার এলাকার গিয়াসউদ্দিনের ছেলে মোঃ সিরাজ উদ্দিন সাজু (৩৯), ডেমরা মাহমুদ নগর এলাকার মৃত.আমিনউল্লাহর ছেলে হাসান ইকবাল (৩৬), গলাচিপা আল্লামা ইকবাল বোডের মৃত.আবুল কাশেমের ছেলে মোঃ জাহিদ (৪৫), সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও এলাকার মো.আলী মিয়ার ছেলে মোঃ মফিজুল (৩৫), সাইনবোর্ড শান্তিধারা এলাকার মৃত.সিরাজুল ইসলামের ছেলে মোঃ সজিব (৩২)কে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লীপ-৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯টি, রাবার সীল ৮টি, মোবাইল ফোন ২০টি এবং ৩১টি সীম উদ্ধার করা হয়। র‌্যাবের এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট থেকে পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে অপরাধ মূলকভাবে ভুক্তভোগী জনসাধারণের বিশ্বাস ভঙ্গ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তারা আরো স্বীকার করে যে, জব্দকৃত মোবাইল ফোন দিয়ে বিভিন্ন লোকজনের সাথে দালালির মাধ্যমে পাসপোর্ট তৈরী করে দেয়ার বিষয়ে যোগাযোগ করত এবং বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতরণা করে আসছে। প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা