
ডান্ডিবার্তা রিপোর্ট র্যাবের অভিযানে পার্সপোর্ট দালাল চক্রের দুইজন মুলহোতাসহ ১৪জনকে গ্রেফতার করেছে। গত বুধবার পৌনে ১২টায় ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পার্শে সামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামক দোকান এর সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকা হতে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা জালকুড়ি সিকদারবাড়ি এলাকার আবদুল মান্নানের ছেলে মোঃ মুকুল মোল্লা (৩০), ফতুল্লা রেলষ্টেশন এলাকার মোলায়মানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৮)সহ তাদের ১৪ জন সক্রিয় সদস্য জালকুড়ি এলাকার মৃত.হাসান আলীর ছেলে মোঃ রাকিব (২৫), সোনারগাঁয়ের বাঘরি এলাকার ফজলুল হকের ছেলে মোঃ আলমগীর (৩২), জালকুড়ি নাইন্তারপাড় এলাকার আমিন শিকদারের ছেলে মোঃ নবীন (১৮), সিদ্ধিরগঞ্জ তুষারধারা এলাকার সাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত.আলাউদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম রানা (৩৫), ফতুল্লা পিলকুনি মোল্লাবাড়ি এলাকার শাহজাহানের ছেলে মোঃ সাখায়েত উল্লাহ (৩০), বন্দর একরামপুর উইলসন এলাকার মৃত.খলিলুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫), তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকার মৃত. দেলোয়ার শিকদারের ছেলে মোঃ ইমরান হোসেন সুজন (৩৪), সিদ্ধিরগঞ্জ সাহেবপাড়া বাজার এলাকার গিয়াসউদ্দিনের ছেলে মোঃ সিরাজ উদ্দিন সাজু (৩৯), ডেমরা মাহমুদ নগর এলাকার মৃত.আমিনউল্লাহর ছেলে হাসান ইকবাল (৩৬), গলাচিপা আল্লামা ইকবাল বোডের মৃত.আবুল কাশেমের ছেলে মোঃ জাহিদ (৪৫), সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও এলাকার মো.আলী মিয়ার ছেলে মোঃ মফিজুল (৩৫), সাইনবোর্ড শান্তিধারা এলাকার মৃত.সিরাজুল ইসলামের ছেলে মোঃ সজিব (৩২)কে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লীপ-৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯টি, রাবার সীল ৮টি, মোবাইল ফোন ২০টি এবং ৩১টি সীম উদ্ধার করা হয়। র্যাবের এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট থেকে পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে অপরাধ মূলকভাবে ভুক্তভোগী জনসাধারণের বিশ্বাস ভঙ্গ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তারা আরো স্বীকার করে যে, জব্দকৃত মোবাইল ফোন দিয়ে বিভিন্ন লোকজনের সাথে দালালির মাধ্যমে পাসপোর্ট তৈরী করে দেয়ার বিষয়ে যোগাযোগ করত এবং বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতরণা করে আসছে। প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯