
ডান্ডিবার্তা রিপোর্ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসন ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৮টায় ১০৩ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালন করা হয়। এর আগে, জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা। পরে শুরু হয় আলোচনা সভা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লাসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বলেছেন, ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি জন্মগ্রহন করেছিলেন বলেই আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা জেলা প্রশাসক হয়েছি পুলিশ সুপার হয়েছি। এই মার্চ মাসেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, শিশুদের কাছে ডাকতেন; আর তাই আজকের এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।জেলা প্রশাসক বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আর বঙ্গবন্ধু যখন জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। তিনি আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষাণা দিয়েছেন। আমরা আস্তে আস্তে স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যা যা করে গেছে, এই কোমলমতি শিশুদের সে সম্পর্কে জানাতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী সঠিক ভাবে পালন করা হবে। বঙ্গবন্ধুর সাথে শিশুদের যে আত্মিক সম্পর্ক ছিলো সেটা জানাতে হবে। বঙ্গবন্ধুর যে চারিত্রিক গুনাবলী ছিলো, সেটা শিশুদের মাঝে প্রতিস্থাপন করতে হবে। তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই দেশকে পৃথিবীর বুকে তুলে ধরবে। সেই লক্ষে আমরা আমাদের সন্তানদের গড়ে তুলবো। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিলো। তবে, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে আর সত্য কখনো চাপা থাকে না। এখানে অভিভাবক যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে, একবার হলেও আপনার সন্তান পরিবার নিয়ে বঙ্গবন্ধুর সমাধীস্থল ঘুরে আসবেন। কারণ পরবর্তী প্রজন্মকে জানতে হবে যে কোন জায়গা থেকে একটি মানুষ এসে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলো।তিনি বলেন, বঙ্গবন্ধুর একটি দিক ছিলো যে, সে যা বলতেন তাই করে দেখাতেন। তার ৭ই মার্চের ভাষণ একটি মহাকাব্যে পরিণত হয়েছে। সারা বিশ্ব এটা স্বীকৃতি দিয়েছে। বচ্চাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানান। যে কারনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, ওই ঘাতকরা সেই মিশনে ব্যর্থ হয়েছে। তার দুই কন্য ভাগ্যক্রমে জীবিত আছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরালস কাজ করে যাচ্ছে। তিনি ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ঘোষণাও দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, সিভিল সার্জন, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লাসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯