আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১২

নিতাইগঞ্জে পুরনো ভবনে বিস্ফোরণ নিহত ১জন ও আহত ১০জন

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৩ | ১:০২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শহরের বানিজ্যিক কেন্দ্র নিতাইগঞ্জে একটি পুরোনো ভবনে বিস্ফোরণের পর অগ্নিকা-ে দগ্ধ হয়ে আওলাদ (৪৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দশজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হোসেন, রবি, হজরত, জাহাঙ্গীর, সেন্টু, বিল্লাল, নাহিদ ও রাজনের নাম জানা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এটি ছিল জেলা আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ১০ বছর ধরে পরিত্যাক্ত একটি বাণিজ্যিক ভবন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যে কোনো সময় ভবনটি ধ্বসে পড়তে পারে। আহতরা হলেন- দিনজমুর হযরত আলী (৪০), মোহাম্মদ হোসেন (৪০) ও মুদি দোকানের কর্মচারি রবি দত্ত (৪০)। এছাড়া বাকিদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত হলেও এখানে কাজ হতো। যে কোনো কারণে হয়তো সকালে এখানে বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ভবনের পেছনের একাংশ ধ্বসে পড়েছে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। তবে ভবনের ভেতরে গ্যাসের পাইপ রয়েছে, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিমান নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরও ৯জন দগ্ধ হয়েছেন। এটি একটি চাল-ডাল-আটার গুদাম ছিল। বিস্ফোরণে ভবনের পেছনের একাংশ ধ্বসে পড়েছে। তিনি জানান, সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে আমরা ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। আমরা এ ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করেছি। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানানো হবে। জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন ও পাঁচজন আহত হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে অগ্নিকা-ের ঘটনায় নিহত আওলাদ হোসেনের (৫০) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আওলাদের সহকর্মী আলমগীর হোসেন জানান, তারা নারায়ণগঞ্জ সদর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ট্রাক থেকে মালামাল নামিয়ে ঠেলাগাড়িতে নিচ্ছিলেন। রাস্তায় জ্যাম ছিল। কেউ হেঁটে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি দোতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে সেখনকার ইট এসে তাদের মাথায় পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে চারজনকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক আওলাদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকি তিনজনের অবস্থাও গুরুতর। বাকি আহতরা নারায়ণগঞ্জে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা