আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:২৭

তুচ্ছ ঘটনায় যুবক খুন

ডান্ডিবার্তা | ২০ মার্চ, ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার কাশিপুরে মাদকাসক্ত কিশোরের ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গত শনিবার রাত ১২টার দিকে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন হাজিপাড়া এলাকার নজিবুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আলহাম ও ওয়ালিদ নামে আরো দুজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়ার ফরিদ মিয়ার পুত্র নাহিদ (১৯) ও একই এলাকার আল আমিনের পুত্র আকাশ (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে এক কিশোরের শরিরে ধাক্কা লাগে। ওইসময় আশরাফুল চরথাপ্পর দিয়ে শাহিনকে গালাগাল করেন। এতে শাহিন তার বাড়ির কাছে এসে আলহাম, ওয়ালিদসহ কয়েকজনের একটি দল নিয়ে আশরাফুলকে ধরতে তার বাড়ির কাছে যায়। আশরাফুলও দলবল দেখে ছুরি হাতে ধাওয়া করে। এক পর্যায়ে শাহিনের পেটে পর্যায় ক্রমে ৩/৪ টি ছুরিকাঘাত করে আশরাফুল। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে ছুরির আঘাতে আলহাম ও ওয়ালিদ আহত হয়। ওয়ালিদ জানান, ছুরিকাঘাতে শাহিনের পেট থেকে নাড়ি ভুরি বাহিরে বের হয়ে যায়। তখন তাকে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে শাহিনকে মৃতঘোষনা করেন। আলহাম বলেন, আশরাফুলের বয়স ১৪/১৫ বছর হবে। সে একই এলাকার ছেলে আলিম মিয়ার ছেলে। সবসময় নেশাগ্রহস্ত অবস্থায় চলাফেরা করে। তার একটি কিশোরগ্যাং রয়েছে। এলাকায় মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ চলে আশরাফুলের নেতৃত্বে। তার সাথে ইজিবাইক চালক শাহিনের বিরোধ করা মানে দুঃসাহসিকতা। গতকাল রবিবার সকালে ফতুল্লার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা