আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:৪৩

একযুগেও সোহেল হত্যার বিচার পায়নি স্বজনরা

ডান্ডিবার্তা | ২০ মার্চ, ২০২৩ | ১২:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ২০১০ সালের ১৯ মার্চ কুপিয়ে হত্যা করা হয়েছিলো ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকলীগ নেতা শেখ মোঃ সোহেল কে। হত্যাকান্ডের এক যুগ অতিবাহিত হলেও আজো সম্পন্ন হয়নি বিচার কার্য। ফলে প্রকাশ্যে ঘুরে ফিরছে ঘাতকরা। ভয়ার্ত মামলার স্বাক্ষীরা। এমন পরিস্থিতিতে মামলার ভবিষ্যৎ নিয়ে শংকিত নিহতের স্বজনেরা। সোহেল হত্যাকান্ডের একদিন পর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সোহেলের জানাযায় অংশ নিতে গিয়ে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছিলেন, যারা সোহেল কে হত্যা করেছে সে সকল হত্যাকারীদের সাথে কোন আপোষ করা হবেনা এবং কাউকে ছাড় দেয়া হবে না। অতি দ্রুত সকল ঘাতকদের বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু হত্যকান্ডের এক যুগ অতিবাহিত হলেও এখনো বিচার পায়নি নিহতের স্বজনেরা। স্বজনদের দাবি, দল ক্ষমতায় থেকেও যখন বিচার হচ্ছেনা তবে এ বিচার হবে কবে? উল্লেখ্য যে, রাজনৈতিক গ্রুপিং দ্ধন্ধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১০ সালের ১৯ মার্চ দুপরে প্রকাশ্য দিবালোকে দাপা আদর্শ স্কুলের গেইটের বিপরীতে তৎকালীন ফতুল্লা আসনের প্রয়াত সংসদ সদস্য সাহারা বেগম কবরীর আর্শীবাদপুস্ট সন্ত্রাসী ব্যাংক ডাকাত হিটলার, বাবু, মমিন, রনি, সেন্টু, কানা সুমন, ফুয়াদ, ডাকাত খেলাফত, আবুল, ডাকাত আব্দুল সহ প্রায় ৩০/৩৫জন শসস্ত্র সন্ত্রাসী সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রকাশ্যে নির্মম ভাবে হত্যা করে। এ সময় ঘাতকচক্র নিহত সোহেলের রাজনৈতিক সহকর্মী জসিম কে কুপিয়ে জখম করে মৃত ভেবে সেফটি ট্যাংকের ভিতর ফেলে রাখে। নিহত সোহেলর স্বজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ঘাতকচক্র ঘটনাস্থল ত্যাগ করে। পরে সোহেল ও জসিম কে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সোহেল কে মৃত ঘোষনা করে। অপরদিকে জসিমকে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জসিম বেচেঁ থাকলেও মাথার ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে তাকে। নিহত সোহেলের সহোযোগিদের দাবী, ফতুল্লা আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা বেগম কবরীর আর্শীবাদপুস্ট সন্ত্রাসীদের সৃস্ট এলাকায় মাদক ব্যবসা, ডাকাতিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে বাধা হয়ে দাড়িয়েছিলো বলেই তাকে নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার হতে হয়। সেদিনের হামলায় বেঁচে যাওয়া জসিম জানায়, বিচারের নাম করে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা সোহেল কে।তাকেও হত্যা করতে চেয়েছিলো। কিন্ত সে বেঁচে যায়। তবে সেদিনের আঘাতের ক্ষত আজোঁ তাকে বয়ে বেড়াতে হচ্ছে। এদিকে সোহেলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বিকেলে ফতুল্লা রেল ষ্টেশন বাজার, ব্যাংকলোণী, তক্কার মাঠ এলাকায় মিলাদের আয়োজন করেছে যুবলীগ- স্বেচ্ছা সেবক লীগ নেতা-কর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা