
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, হোসাইনীয়া মমতাজিয়া চুনকা মাদ্রাসায় হপফজখানায় যে পড়বে-তার সাথে বিভিন্ন বিষয়ও আলোচনা করতে হবে। সে শুধু কুরআন মুখস্ত করবে তা হতে পারে না। কুরআন ছাড়া আর কিছু বলতে পারবে না-তা হতে পারে না। ছোট বেলায় একটা বাচ্চা বিকশিত হয় বা তার ভেতর আদর্শ, নীতি, ন্যায়বোধ সৃষ্টি হয়। ৬ বছর থেকে ১০ বছরের মধ্যে বাচ্চারা বিকশিত হয়। সেটা সায়েন্টেফিক বলে, আমাদের মেডিক্যাল সায়েন্সে বলে। শিক্ষকরা ওই সময় বাচ্চাদের যে শিক্ষা দিবেন–তখন সে তা শিখবে এবং ওই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। জাতীয় প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম কিংবা যে কোন অনুষ্ঠান জাতীয় সংগীত গেয়ে শুরু করবেন। প্রতিদিন জাতীয় সংগীত গেয়ে ক্লাশ বা অনুষ্ঠান শুরু করবেন। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকার হোসাইনিয়া মমতাজিয়া চুনকা আলীয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী ওই কথা বলেন। হোসাইনীয়া মমতাজিয়া চুনকা সূন্নীয়া আলীয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলী রেজা রিপনের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে গত রবিবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদ্রাসার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদির, কাশীপুর দারুসুন্নাহ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আলী আকবর, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব নিজাম মৃধা, রাজনীতিক জি এম আরাফাত। অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক মুফতি ইকরাম হোসাইন খান,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল, সদস্য মাওলানা আইয়ুব আলী, সুপার মাওলানা সিরাজুল ইসলাম মনির, সহ সুপার মাওলানা জহিরুল ইসলাম ফরাজী, প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শারমিন বিথী ,সমাজসেবক আফসারউদ্দীন, আজিজুল ইসলাম তপন প্রমুখ উপস্হিত ছিলেন। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী চুনকা পরিবারের সন্তান সেলিনা হায়াৎ আইভী বলেন, হোসাইনীয়া মমতাজিয়া চুনকা আলীয়া মাদ্রাসার জন্য ১২ শতাংশ ভূমি দান করেছি। মাদ্রাসা কমিটিতে আমার ছোট ভাই আলী রেজা রিপন সভাপতি। আমরা কখনোই আইসা মাতব্বরী করিনা। আমার ছোটভাই সভাপতি। সেও কিন্তু কখনোই মাতব্বরী করে না। আপনাদের দিয়ে গেছি। সব দায়িত্ব আপনারাই পালন করেন। একটু চেষ্টা করেন–মাদ্রাসার মান আরো ভালো হবে। দেশকে অনেক বেশি ভালো বাসতে হবে। পিতা-মাতাকে সন্মান দিতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমি ৩ দিন আগে ডিআইটিতে তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার অনুষ্ঠানে গিয়েছিলাম। ওই মাদ্রাসার সাধারণ সম্পাদক মোবারক ভাইয়ের কথা সব সময় বলি। কেন বলি, কারন তার মধ্যে একটা মাদ্রাসা গড়ার মতো মহব্বত আছে। ওই মাদ্রাসায় ডিসিপ্লিন আছে। আমার মনে হয়- তাদের কাছে আমাদের শিক্ষনীয় অনেক কিছু আছে। মেয়র সেলিনা হায়াৎ আইভী শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়ে প্রশ্ন-উত্তর নেন। মেয়র বলেন,এ মাদ্রাসার নাম হোসাইনীয়া। হোসাইন কে ছিলো জানেন? শিক্ষার্থীরা সমস্বরে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন। হোসাইনের পিতার নাম কি? শিক্ষার্থীরা বলেন, মাওলা আলী (রাদিঃ)। হোসাইনের মাতার নাম কি? শিক্ষার্থীরা বলেন, মা ফাতিমা (রাদিঃ)। আপনাদের জাতির পিতার নাম কি? শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা। আপনারা বড় হলে কি হবেন? এক শিক্ষর্থী বলেন, ডাক্তার হবো। মেয়র বলেন, তাহলে ভালো করে পড়া লেখা করতে হবে। যদি ভালো করে পড়ালেখা না করো তাহলে ডাক্তার হতে পারবে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯