আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:৩৫

মহানগর যুবদলে বাড়ছে তৎপরতা

ডান্ডিবার্তা | ২২ মার্চ, ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দফায় দফায় কমিটি বাণিজ্যের পর কিছুটা ঝিমিয়ে পরেছিল নারায়ণগঞ্জ মহানগর যুবদল। দীর্ঘদিন কমিটি দেয়ার কথা বললেও তা নিয়ে আসতে না পারায় প্রভাব পড়েছে দলের ভেতর। এবার রোজার মধ্যেই কমিটি নিয়ে আসার জন্য নতুন করে শুরু হয়েছে তৎপরতা। সমালোচকরা বলছেন, ঈদের বাজার সেরে নেয়ার জন্যেই শুরু হয়েছে এসব তোড়জোড়। সম্প্রতি জানা যায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেছেন মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু। কেন্দ্রীয় পদে স্থান পেয়েই আগের থেকে বেশ দাপুটে হয়েছেন তিনি। নতুন করে কর্মীদের জানাচ্ছেন, রোজার মধ্যেই চলে আসবে মহানগর যুবদলের কমিটি। শুধু মূল কমিটিই নয়, থানা কমিটিও যুক্ত হবে এবার। এমনকি মূল কমিটির পূর্বেই থানা কমিটি চলে আসতে পারে। ফলে যারা যারা আগ্রহী তাঁরা যেন দ্রুতই আহবায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ শুরু করে। সূত্র বলছে, মহানগর যুবদলের আহবায়ক ও সদস্য সচিব উভয়েই বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের অনুগামী। আজাদের হাত ধরেই এবার কেন্দ্রীয় পদ পেয়েছেন মন্তু। আর সেই সুবাদে আগের চাইতে অনেক বেশি সম্ভাবনার দ্বার সুগম হয়েছে এমনটাই দাবি করছেন অনুগতদের নিকট। খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি নিয়ে এসে শূন্যতা পূরণ করতে চাচ্ছেন তিনি। আর সেজন্য পূর্বের মত কমিটি বাণিজ্য শুরু করার অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানে। যার থেকে যতটা পারা যায়, ততটা নিয়ে নতুন কমিটি প্রদানের আশ্বাস দিচ্ছেন। জানা যায়, প্রায় তিন দফায় একাশি, একাত্তর এবং একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার রব উঠেছিল। যুগ্ম আহবায়কদের সাথে না নিয়ে কেবল দুজন মিলে কমিটি প্রণয়ন করার চেষ্টা নিয়ে সমালোচনা শুরু হওয়ায় থেমে যায় কমিটি। এমনকি কেন্দ্রীয় নেতাদের কাছেও উত্থাপিত হয় সেসব প্রসঙ্গ। এক পর্যায়ে তিনটি ধাপেই আটকে যায় কমিটি তৈরির প্রক্রিয়া। এদিকে নতুন করে কমিটির কার্যক্রম শুরু হবার কথা স্বীকার করেছেন মহানগর যুবদলের এক যুগ্ম আহবায়ক। তিনি জানান, রোজার মধ্যে কমিটি প্রণয়নের চেষ্টা চলছে। এজন্য মহানগর যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ শুরু হয়েছে। তাছাড়া মূল কমিটির আগে এবার থানা কমিটি প্রদান করারও কথা শোনা যাচ্ছে। সেজন্যেও বড় অংকের টাকা লেনদেনের খবর শুনতে পাচ্ছি। আমার বিশ্বাস এই ধরনের কাজ থেক সরে আসবেন তাঁরা। অন্যথায় নেতাকর্মীরা মহানগর যুবদল নেতাদের অবিশ্বাস করতে শুরু করবে। মহানগর যুবদলের সাবেক এক নেতা বলেন, ‘বার বার কমিটি প্রদান করতে গিয়ে কেবল দুর্নীতি ও বাণিজ্যের কারণে ফেঁসে গেছেন মন্তু ও সজল। এবার কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে এমন তথ্য রটিয়ে বিশ্বস্ততা অর্জনের চেষ্টা চালাচ্ছেন। একই সাথে চলছে বাণিজ্যের চেষ্টা। যারা ইতিপূর্বে এদের ফাঁদে পা দিয়েছে, তাদেরকেই পুনরায় যুক্ত করার চেষ্টা চলছে। নতুন করে অর্থ আদায়ের এই পাঁয়তারা শুরু হওয়ায় ক্ষোভ জন্মেছে কর্মীদের মাঝে। অনেকেই বলছেন, ঈদের আগে কর্মীদের কাছ থেকে বোনাস আদায় শুরু হয়েছে নেতাদের। তবে অধিকাংশ কর্মীরাই এখন মুখ ফিরিয়ে নিয়েছে। যার প্রমাণ মিলেছে তাদের মিছিল মিটিংয়ে। সর্বনি¤œ উপস্থিতি তৈরি হয়েছে যুবদলের ভেতর।’ সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে আহবায়ক কমিটি গঠন করাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে। প্রায় প্রতিটি কমিটি গঠনের পূর্বেই বিতর্কে জড়িয়েছে আহবায়ক ও সদস্য সচিব। যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁরাও বিতর্কিত। ফলে তাদের দ্বারা কোন কমিটি দেয়া হলে তা প্রশ্ন তৈরি করে যাবে। ফলে যেকোন উপায়ে এই কমিটি বাতিল করে যোগ্যদের হাতে নেতৃত্ব তুলে দেয়াই হবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা