আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:২৮

ধর্ষনে ব্যর্থ হয়ে নারীকে মারধর

ডান্ডিবার্তা | ২২ মার্চ, ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর গোপালনগরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় চিহ্নিত মাদক সম্রাট একাধিক মামলার আসামী আওলাদ হোসেন ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এক নারীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নির্যাতিত নারী শাহীনা আক্তার (ছদ্মনাম) ছোট বোন আয়েশা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে এলেও থানায় কোন মামলা রেকর্ড না করায় মাদক বিক্রেতা আওলাদ হোসেন অভিযোগ তুলে নিতে হুমকি প্রদান করছে। বক্তাবলীর গোপালনগর গ্রামের আক্কাস আলীর কন্যা আয়েশা আক্তার লিখিত অভিযোগে জানান,একই এলাকার বারেক সরদারের পুত্র আওলাদ হোসেন গত ১৭ মার্চ সন্ধ্যা ৭ টায় তার বোন শাহীনা আক্তার নিজ ঘরে থাকাবস্থায় আওলাদ হোসেন ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। ধর্ষন করতে না পেরে শাহিনা আক্তার কে মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে থানা পুলিশ করলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। নির্যাতিত শাহীনা আক্তারের পরিবার ও এলাকাবাসী জানান, আওলাদ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী। তার সাথে সবসময় খুর বা ধারালো ছুরি থাকে।এ জন্য কেউ কিছু বলতে সাহস পায়না। এছাড়াও পুলিশ কর্তৃক মাদক সহ ৩/৪ বার আটক হলেও কিছুদিন জেল খেটে বের হয়ে আসে। আবার মাদক ব্যবসা শুরু করে। এর আগে আওলাদ মোনতারের স্ত্রী কে মারধর করে পার পেয়ে যায়। শাহীনা আক্তার কে ধর্ষনের চেষ্টা ও মারধরের ঘটনা স্থানীয় ইউপি মেম্বার মহিউদ্দিন ভূইয়া ও ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলীকে জানানো হলেও তারা আওলাদের বিচার করতে অনীহা প্রকাশ করেন। এ ব্যাপারে ইউপি মেম্বার মহিউদ্দিন ভূইয়া মুঠোফোনে জানান আওলাদ হোসেন একজন খারাপ লোক। অনেক বার বলছি,কারো কোন কথা শুনেনা। আওলাদ হোসেন কিছু হলেই এলাকার লোকজন কে নানান ভাবে নির্যাতন ও হয়রানি করে অতিষ্ঠ করে তুলছে। যেমনটি করেছিল লক্ষীনগর গ্রামের মাদক বিক্রেতা ও সন্ত্রাসী আলমগীর হোসেন। পরে গনপিটুনীতে নির্মমভাবে নিহত হয় আলমগীর হোসেন। এলাকাবাসী মাদক সম্রাট ও সন্ত্রাসী আওলাদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপার ও র‌্যাব-১১ এর হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা