আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:১৬

তীব্র যানজটে অতিষ্ঠ ফতুল্লাবাসী!

ডান্ডিবার্তা | ২২ মার্চ, ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট চাষাড়া হতে (ঢাকা-নারায়ণগঞ্জের) পুরাতন সড়কটির পঞ্চবটি, ফতুল্লা বাজার, পোষ্টঅফিস থেকে পাগলার মুন্সী খোলা পর্যন্ত যানজট যেন নিত্যদিনের রুটিনে পরিনত হয়েছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও গামেন্টর্স শ্রমিকসহ নানা পেশাজীবি মানুষের চলাচলে যানজটের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এ যেন দেখার কেউ নেই। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা ট্রাফিক সংস্থাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার নজরধারীর অভাবে যানজট কোন ভাবেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। ফলে সকাল থেকে রাত্র পর্যন্ত এ সড়কে যানবাহনের যাত্রী সাধারনের ভোগান্তির কোন শেষ নেই দাবী সচেতন মহলের। তবে এ এই যানজটের সূত্রপাত পঞ্চবটী মোড়ে যত্রতত্র মিশুক/ইজিবাইক দাড় করিয়ে যাত্রী তোলা আর রাস্তার দুই পাশে এলোমেলো ফুটপাত,ফতুল্লা মসজিদ সংলগ্ন বাজারের প্রবেশ মুখে মালবাহী ট্রাক রেখে লোড-আনলোড করা,সরু এ রাস্তার উভয় পাশে অথ্যাৎ থানার প্রবেশ মুখ থেকে ফতুল্লা বালুঘাট পর্যন্ত উভয় পাশে ফুটপাত গড়ে উঠা, ফতুল্লা পোষ্ট অফিসে শিবু মার্কেটের প্রশে মুখের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা ইজিবাইক ষ্ট্যান্ড, পাগলা বাজার থেকে মুন্সীখোলা পর্যন্ত উভয় পাশে অবৈধ দখলদার অন্যতম কারন। ফলে দূর হচ্ছে না গুরুত্বপূর্ণ এ সড়কটির যানজট। ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানবাহনে বসে থাকতে হচ্ছে যাত্রী সাধারনের। জানা যায়, ফতুল্লার লোহার মার্কেট, পঞ্চবটি চৌরাস্তার মোড়ে, ফাজেলপুর যমুনা-মেঘনা ডিপোর সামনে, দাপাইদ্রাকপুর বালুঘাট, আলীগঞ্জ পাগলাÑমুন্সীখোলার সামনে ট্রাক সড়কের উপর রেখে মালামাল লোড আনলোড করে যাচ্ছে। এমন কি খালী ট্রাকগুলোও ঢাকা-নারায়ণগঞ্জ ডি এন ডি সড়কের দু-পাশে আপন মনে করে রাখছেন ট্রাকের মালিক ও চালকেরা। যে যার মত করে রাস্তা দখল করে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করছে। পঞ্চবটী ৫ তলা কলোনীর অপর পাশে প্রার্থনা ডিজিটাল স্কেল নামে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়া লোড-আনলোড গাড়িগুলোর ওজন মাপার ফলে প্রতিনিয়ত মালবাহী ট্রাকগুলো ঢুকতে ও বের হতে গিয়ে পঞ্চবটীতে যানজটের সৃষ্টি প্রথম ধাপ আবার ফতুল্লার থানা থেকে মাত্র ২শ গজ দূরে ফতুল্লা মেঘনা ও যমুনার তেলের ডিপো। এই ডিপোর উল্টো পাশেই এ বি ব্রিজ স্কেল রয়েছে। সেখানে প্রতিদিন সকাল হতে গভীর রাত পর্যন্ত শতশত গাড়ি লোড করে স্কেল করানো হচ্ছে। এই স্কেলের মালিক মো. দিদার সরকার ৫/৬জন লোক রেখে গাড়ি পাকিংয়ের সময় যানজট সৃষ্টি হয়। ফতুল্লার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার সাথে কেহ প্রতিবাদ করে না। তাদের দাপটে প্রশাসনও কাবু এমনটাই মনে করছে ভূক্তভোগী জনসাধারন। তা না হলে এ বি স্কেল কিভাবে সে যানজট সৃষ্টি করে স্কেলিং করছে এমন প্রশ্ন সকল যাত্রী সাধারনের। ফতুল্লার পুলিশ লাইন লোহার মার্কেটের সামনেও ট্রাক রেখে লোড আন লোড করছে লোহা ব্যবসায়ীরা। ফলে রাস্তায় যানজট হচ্ছে প্রতিদিনই। পঞ্চবটি মোড় ইজি বাইক (অটো রিক্সা)গুলো এলোমেলোভাবে ট্রাফিক নিয়ম বহিভূত আইনে যাত্রী নামানো উঠানোর কাজ করছে অটো চালকরা। পাশে ট্রাফিক পুলিশ থাকার পরেও তারা সঠিকভাবে দায়িত্বে পালন করছেন না। এখানে মুন্সীগঞ্জ, টুঙ্গিবাড়ি, বালিগাও, দীঘিরপাড়ের যাত্রীবাহী বাস আসা-যাওয়া করছে নিয়মিতভাবে। বিসিক ২নং গেইট থেকে পঞ্চবটি পর্যন্ত প্রায়ই যানজট লেগে থাকে। শুধু মাত্র ট্রাক ও অটো রিক্সার চালকরা ট্রাফিক আইন মেনে না চলায় যাত্রীরা চরম ভোগান্তিতে পরে। লক্ষ লক্ষ শ্রমিক বিসিক যাচ্ছে। যানজটের শিকার হন প্রতিদিনেই। মালিক সমিতি ও চালকের কাছে মানুষ জিম্মি হয়ে পরেছে। বেশি কিছু বললে বা প্রতিবাদ করলে শ্রমিক নেতাদের কাছে গিয়ে লোকজন নিয়ে আবার মাঠে নামে। মাঝেমাঝে ধর্মঘট ডাক দেয়। এযেন দেশের আইন আজ ঘুমিয়ে পড়েছে। ফতুল্লা মডেল থানার সামনে সড়কের দু’পাশে ট্রাক রেখে মালামাল নামায় এবং ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসে রাস্তায় যানজট সৃষ্টি করছে। পথচারীরা ফুটপাতে পায়ে হেঁেট যেতে অনেক কষ্ট হচ্ছে। ফতুল্লা বাজারের সামনেও ভ্যান রিক্সা ও অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা করে যাচ্ছে অসাধু ব্যক্তিরা। দাপা ইদ্রাকপুর বালুঘাট এলাকায় রাস্তার দু’পাশে ট্রাক রেখেছে চালকরা। ফতুল্লার ব্যস্তময় পাগলা বাজার তালতলা, মুন্সীখোলা এলাকার ডি এনডি সড়কের দু’পাশের অবৈধভাবে দখল করে প্রতিদিনেই ট্রাক রেখে মালামাল লোড আন লোড করছে। আবার খালী ট্রাকগুলো রাস্তার দু’পাশে রাখেন চালক ও মালিকরা। এ যেন দেশের আইন ঘুমিয়ে আছে। মুন্সীখোলার রাস্তার পাশে রডের স্তুপ রেখে ব্যবসা করে যাচ্ছে প্রভাবশালীরা। পাশেই দু’টি স্কেল রয়েছে। সেখানে প্রতিদিনেই ট্রাক পাকিং করে স্কেল করে যাচ্ছে। ফলে যানজট সৃষ্টি হচ্ছে। দেশের বৃহত্তর রড সিমেন্টস এর ব্যবসায়ী কেন্দ্র এই মুন্সীখোলা, তালতলা। এখান থেকে দেশের উত্তর বঙ্গে ও দক্ষিন বঙ্গে ইট, সিমেন্ট ও রড সরবারাহ করা হয়। এ রোডে নিয়মিত যাতায়াতকারী অনেকেই বলেন, মাত্র দুই দিন পরেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। কিন্তু বর্তমানে যে অবস্থা আসছে রমজান মাসে কিভাবে গাড়ি দিয়ে যাতায়াত করবো এ রুটে তা বলা মুশকিল। পুরো রাস্তাতো দখল রাখেই পাশাপাশি রাস্তার দু’পাশে থাকা মানুষের চলাচলের জন্য থাকা মাটির রাস্তার উপরও এলাপাতারিভাবে গাড়ি নিয়ে আসছে ইজিবাইক-মিশুক-বাস-ট্রাকগুলো। যার ফলে পায়ে হেটে যাওয়ারও সুযোগ থাকেনা। এভাবে চলতে থাকলে আমরা সাধারন মানুষগুলো কিভাবে চলাচল করবো। তরা আরো বলেন,ছোট-বড় কোন গাড়ির চালকই সড়কের আইন মানতে চায়না। যার ফলে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে অসহনীয় যানজটে পড়ে থাকতে হয়। এর জন্য আমাদের কর্মের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও চলাচলে কষ্টকর বিষয়ে দাড়িয়েছে। এ রুটে যানজট দূরীকরন লক্ষ্যে এখানে ট্রাফিকের পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ বাড়ানোর জোড় দাবী জানান সাধারন মানুষ। তাহলে সড়কের দু’পাশ যানজট মুক্ত হবে। এছাড়া আনন্দ ও বোরাক যাত্রী পরিবহনের অদক্ষ চালক ও হেল্পারের জন্যেও যানজটের সৃষ্টি হচ্ছে। ফতুল্লাবাসীর দাবী ঢাকা-নারায়ণগঞ্জ ডিএনডি সড়কের যানজট নিরসনের লক্ষ্যে চালক ও হেলপার, মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সচেতন ও ঐক্য হতে হবে। প্রশাসনের ও ট্রাফিক পুলিশ সজাগ থাকতে হবে এমনটাই মনে করেন সচেতন মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা