আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৪

ঝুঁকিপূর্ন ভবন দ্রুত অপসারণ করা প্রয়োজন

ডান্ডিবার্তা | ২২ মার্চ, ২০২৩ | ১:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছেন, শহরের বানিজ্যিক কেন্দ্র নিতাইগঞ্জে বিস্ফোরণে একাংশ ধসে পড়া পুরোনো ভবনটি দ্রুত অপসারণ করা হবে। গণপূর্ত বিভাগ ও প্রকৌশল বিভাগ বলছে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এটা দ্রুত অপসারণ প্রয়োজন। আমরা খুবই জরুরি ভিত্তিতে এটা অপসারণের ব্যবস্থা নেবো। আমরা রাজউককে অনুরোধ করেছি ভবনটি অপসারণের জন্য। বিস্ফোরণের দুদিন পর গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজউকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাসের প্রতিনিধি, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শহীদুল ইসলাম আরও বলেন, সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধি নিয়ে ভবনটি পরিদর্শন করেছি। এখানে সব বিভাগেরই কর্মকর্তারা আছেন কথা বলে যারাই ভাঙে ভাঙবে। কিন্তু ভবনটি ভাঙা হবে। যেহেতু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাই কোনো কালক্ষেপনের সুযোগ নাই নূন্যতম সময়ের মধ্যে আমরা অপসারণ করবো। জনগণের ভোগান্তি লাঘব তিতাসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে গত ১৮ মার্চ সকালে নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার আর কে দাস রোডের ইলিয়াস দেওয়ানের স্ত্রী নাজমা দেওয়ানের মালিকানাধীন ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) ও ইকবাল হোসেন (৪০) নামে দুই শ্রমিক মারা যান। আহত হন আরও আট জন। বর্তমানে ভবনটির একাংশ ধসে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা