আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:১৯

মহাসড়কের দোকান প্রতি ৫ হাজার টাকা নিচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াছ বাহিনীর

ডান্ডিবার্তা | ২৪ মার্চ, ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশকে ম্যানেজ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের চার শতাধিক দোকানদারদের থেকে ৫ হাজার টাকা চাঁদা দেয়ার জন্য হুমকি দিয়েছে ইলিয়াছ বাহিনীর প্রধান মাসুদ ওরফে বডিগার্ড মাসুদ ও বাইট্টা সাদ্দাম। তারা দু’জন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াছ ইসলাম লিয়নের বডিগার্ড ও ধান্দা উপদেষ্টা। গত বুধবার শিমরাইলের ফুটপাতের দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিনসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, উচ্ছেদের রাতেই নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াছ ইসলাম লিয়নের ধান্দা উপদেষ্টা ও বডিগার্ড মাসুদ ওরফে মাল্টিপারপাস মাসুদ এবং সাদ্দাম আমাদের বলে ৫ হাজার টাকা করে না দিলে দোকান খুলতে দিবে না। সামনে রমজান। থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশকে টাকা দিতে হবে। তাদেরকে টাকা না দিয়ে ম্যানেজ করতে না পারলে একটা দোকানও বসতে দিবে না। তাই সবাই আনোয়ার কাউন্সিলর সাহেবের অফিসে টাকা দিয়ে আসবে। এমনিতেই দোকান ভাঙ্গার জন্য অনেক ক্ষতি হয়েছে। আবার এত টাকা কোথায় পাব প্রশ্ন করে ঐ ফুটপাথ ব্যবসায়ী বলেন, রমজানে ব্যবসা না করতে পারলে আমরা কোথায় যাব? ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস ইসলাম লিয়ন বলেন, আমি জানিও না কোথায় কি উচ্ছেদ করেছে। মাসুদকে একথা আমি কখনো বলিনি। আমি এখন সিলেটে আছি। জানা যায়, ২০২২ সালে নাসিক নির্বাচনের পর পরই শিমরাইল মোড়ের ফুটপাথ থেকে লিয়ন তার বাহিনীর সদস্য মাল্টিপারপাস মাসুদ, সাদ্দাম ও সাইফুলসহ কয়েকজন চাঁদাবাজ দিয়ে প্রতিমাসে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা উত্তোলন করতো। এতে ওই সার্ভিস রোডে সবসময় যানজট লেগেই থাকতো। সেজন্য হাইওয়ে পুলিশ ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখতে বুধবার এ উচ্ছেদ অভিযান চালায়। এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ থানায় কিছুদিন পূর্বে একজন পুলিশ অফিসার যোগদান করে। তার সথে মাসুদ ওরফে ধান্দাবাজ মাসুদের দহরম মহরম সম্পর্ক। তার অফিসে মাসুদকে প্রায় সময় দেখা যায়। ঐ পুলিশ অফিসারকে মাসুদ ভিডিও কল দিয়ে তা এলাকাবাসীকে দেখায় মাসুদ। এতে এলাকায় চলে নানা রকম কানাঘুষা। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, থানা পুলিশ এমন কিছুর ধারে কাছেও নাই। ওদেরকে ধরে (মাসুদ ও সাদ্দামকে) বেধেঁ আমাকে ফোন দিন। আর ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নেব। মাসুদ রানা ওরফে বডিগার্ড মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, কোন হকার যদি আমার নাম উল্লেখ করে, তাকে আমার ছবি দেখিয়ে বলেন আমাকে চিনে কিনা। আমাকে কেন ফোন করেছেন আমি শিমরাইলে কখনো যাইনি। তিনি আরও বলেন, আমি পুলিশকে ৫ হাজার টাকা দিয়ে কীভাবে ম্যানেজ করবো। আর কেউ যদি টাকা তুলে থাকে তাহলে তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, আমরা কাউকে এমন দায়িত্ব দেইনি। আর কারো কাছে টাকা চাইলে তারা আমাদের কাছে এসে অভিযোগ করুক। তিনি আরও বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখাতে বুধবার সেসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা