আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১০:০৩

কাঁচপুরে চাঁদা না পেয়ে বাড়িঘরে তান্ডব ও লুটপাট

ডান্ডিবার্তা | ২৬ মার্চ, ২০২৩ | ১২:০০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন আহম্মেদ সানির কাছে চাঁদা দাবী করে আসছিলো সন্ত্রাসীরা। সে চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীর বাড়িঘরে ব্যাপক হামলা ও তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে সন্ত্রাসী ছাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা। হুমায়ুন আহম্মেদ সানি উল্লেখিত এলাকার মৃতঃ জামির আলী মাস্টারের ছেলে। এ বিষয়ে হুমায়ুন আহম্মেদ বাদী হয়ে গত শুক্রবার সন্ধ্যায় মোঃ ছাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন (৩২), মোঃ সুমন (২৮), উভয় পিতাঃ আমির হোসেন, উভয় সাং সোনাপুর, মোঃ সুবহান (১৮), পিতা- হামিদ আলী, সাং পশ্চিম বেহাকৈর সচিব রোড, সর্ব ইউপি কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সলু (৩৩), পিতা মান্নান, সাং-চৌরাপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ মজিবর (৩৮), পিতা-অজ্ঞাতকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে হুমায়ুন আহম্মেদ সাংবাদিকদের জানান, দআমি বালুর ব্যবসা করি। সেই সুবাদে আমি বালু কিনে আমার জমিতে বালু ভরাট করার কাজ করছিলাম। উল্লেখিত বিবাদীরা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে, আমি চাঁদা দিতে অস্বীকার করার বিবাদীরা আমাকে হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে বিবাদীরা আমার জমির মধ্যে জমে থাকা পানির মধ্যে মরা মাছ ছেড়ে আমার বিরুদ্ধে মাছ মারার অভিযোগ করে পুনরায় আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে ও হুমকী দিয়ে চলে যায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টায় উল্লেখিত বিবাদীরা চাকু, পিস্তল, এসএস পাইপ, লাঠীসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি তখন বাড়িতে না থাকায় বিবাদীরা আমার স্ত্রী মুক্তা (৩২), আমার ভাবি শিউলী (৩৬), ও আমার ভাতিজা জুনাইদ (১২) আনাস (১৪), মোহাম্মদ (১১) কে এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং আমার ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ১নং ও ২নং বিবাদী আমার স্ত্রী ও আমার ভাবির জামা কাপড় টানা হেছড়া করে তাদের শ্লীলতাহানী করে। ৩নং, ৪নং ও ৫নং বিবাদী আমার ভাতিজা জুনাইদ, আনাস ও মোহাম্মদকে মারপিট করে তাদের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। ২নং ও ৩নং বিবাদী আমার ঘরের আলমারির তালা ভেঙ্গে আলমারির ভিতরে রক্ষিত বালু কেনার নগদ ৩ লক্ষ টাকা এবং ৪নং বিবাদী আমার স্ত্রীর গলায় থাকা ১টি স্বর্নের চেইন ও ৫নং বিবাদী আমার ভাবি শিউলীর গলায় থাকা ১টি স্বর্নের চেইন নিয়ে যায়। আহতদের ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়’। বাদী হুমায়ুন আহমেদ আরো বলেন, দটাইগার মোমেনের নেতৃত্বে ‘মোমেন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী দল সক্রিয় রয়েছে। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘মোমেন বাহিনী’। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী গাড়ি হতে জালানী তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলার আসামী এই টাইগার মোমেন। সম্পূর্ণ কাঁচপুর ইউনিয়নের মানুষ তার সন্ত্রাসী কার্যকলাপের কারণে বিরক্ত এবং তার কঠিন শাস্তি চায় জনসাধারণ’। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, দঅভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা