
ডান্ডিবার্তা রিপোর্ট ঈদকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের ফুটপাতের দোকানপাট থেকে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ইলিয়াছ ইসলাম লিয়ন ও তার বাহিনীর বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে জোরপূর্বকভাবে প্রতিটি দোকান থেকে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ দোকান মালিকদের। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে পরিচিত। শিমরাইল মোড়ের আহসান উল্লাহ্ সুপার মার্কেটের সামনে, রেন্ট এ কার স্ট্যান্ডের সামনে, নেকবর আলী ও চাঁন সুপার মার্কেটের সামনে এবং সড়ক দখল করে বসানো অবৈধ শতাধিক দোকান থেকে দৈনিক ২০০-৩০০ টাকা আদায় করে মাসে অর্ধকোটি টাকা চাঁদাবাজি করছে এই বাহিনী। যার পেছনে সেল্টার দিচ্ছেন কাউন্সিলর পুত্র ইলিয়াছ ইসলাম লিয়ন। অভিযোগ রয়েছে, ইলিয়াছ ইসলাম লিয়নের একান্ত ঘনিষ্ঠ সহযোগী হলেন মাসুদ ওরফে চাঁদাবাজ মাসুদ। সন্ধ্যা হলেই চাঁদাবাজ মাসুদের নেতৃত্বে মো: সাদ্দাম হোসেন, মো: শীতল ও মো: নাঈমসহ কয়েকজন ব্যক্তি শিমরাইলের প্রতিটি দোকান থেকে চাঁদা কলেকশন শুরু করে। তাদের চাহিদা মতো চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দোকানী রীতিমতো দেওয়া হয় হুমকি ও দোকান ছেড়ে দিতে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, প্রতিদিন বেচাকেনা হোক বা না হোক তাদের টাকা সময় মতো দিয়ে দিতে হয়। না দিলেই চলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি। কিসের জন্য এই টাকা দেন জানতে চাইলে তিনি বলেন, কাউন্সিলরের লোকজন এসে বলে এই জায়গা তাদের ওয়ার্ডে পরেছে। তাই তাদের নিয়মিত ভাড়া (চাঁদা) দিতে হবে। এই টাকাগুলো কারা নিতে আসেন জানতে চাইলে বলেন, কাউন্সিলরের লোক মাসুদ ভাইয়ের নির্দেশে জামাল, মো: সাদ্দাম হোসেন, মো: শীতল, সুফিয়ান ও মো: নাঈমসহ কয়েকজন। সকলের নাম আমি জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাপড়ের দোকানদার বলেন, কয়দিন পর পর পুলিশের কথা বলে কাউন্সিলর আনোয়ার ইসলামের লোকজন টাকা নিয়ে যায় আমাদের কাছ থেকে। বলে পুলিশদের ম্যানেজ না করলে তোমরা এখানে ব্যবসা করতে পারবে না। সামনে ঈদ তাই কি করমু তারা যা বলে তাই শুনতে হয় আমাদের। অশ্রুশিক্ত নয়নে দোকানি আরও বলেন, দেশের অবস্থা এতটা ভালো না। তেমন বেচাঁকেনা হয় না। বাসা ভাড়া দিয়ে সন্তানদের নিয়ে চলতে খুব কষ্ট হয়। না খেয়ে থাকলেও তাদের কোন মাথা ব্যাথা নাই। তারা কোন গরিব মানুষ চিনে না। শুধু চিনে টাকা। এ বিষয়ে কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ইলিয়াছ ইসলাম লিয়নের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। এদিকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ ও সিদ্ধিরগঞ্জ থানা এবং কাঁচপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তারা মাঝে মধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পরক্ষেণই আবার পূর্বের জায়গা পূণরায় চাঁদাবাজদের দখলে চলে যায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯