আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:৩১

¯œান উৎসব ঘীরে ১৮ কিলোমিটার যানজট

ডান্ডিবার্তা | ৩০ মার্চ, ২০২৩ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে এখনো দেশের বিভিন্ন জেলা থেকে পাপ মোচনের আশার পূণ্যস্নানে আসছেন লাখ পূণ্যার্থী। গতকাল বুধবার ভোর থেকে একসাথে একস্থানে এত মানুষের আগমনকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমলেও দুপুরেও (দুপুর পৌনে ২টা) কাঁচপুর এলাকা থেকে গজারিয়া ছাড়িয়ে প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যানজট। যানজটের কারণে এপথে জরুরি কাজে বের হওয়া কর্মজীবী মানুষসহ সকলকেই ভোগান্তি পোহাতে হচ্ছে। দুদিন ব্যাপী এ স্নানোৎসবে ভোর থেকে শুরু হওয়া পূণ্যার্থীদের ঢল এখনো চলমান আছে। তবে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চেষ্টায় যানজট কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি হাইওয়ে পুলিশের। এছাড়া পূনার্থীরা ¯œান ঘাটে যেতে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। স্নানোৎসবকে কেন্দ্র করে গণপরিবহনগুলো ভাড়া নৈরাজ্য শুরু করেছে। সকাল থেকে বন্দর ঘাট থেকে প্রেমতলার ভাড়া জনপ্রতি আদায় করা হচ্ছে ১শ টাকা। একই অবস্থা নবীগঞ্জ ঘাট থেকেও। অথচ স্বাভাবিক দিনে এখানে জনপ্রতি ২৫ টাকা ভাড়া আদায় করা হত। জানা যায়, নিয়মিত ব্যাটারিচালিত অটোরিকশায় ২৫ টাকায় ভাড়া দিয়ে জনপ্রতি নবীগঞ্জ ঘাট থেকে লাঙ্গলবন্দ প্রেমতলা যাওয়া যায়। অথচ আজ লাখ লাখ পূণ্যার্থীর আগমনকে কেন্দ্র এখানে ভাড়া নৈরাজ্য শুরু হয়েছে। জনপ্রতি নেয়া হচ্ছে ১শ টাকা করে। এ পথে লাঙ্গলবন্দ থেকে ঘাটে ফেরা মেহেদী হাসান সজীব জানান, এটি একেবারেই বেমানান বা ডাকাতির সামিল। কোন কারণ তো নেই বরং আজ আরো যাত্রী বেশী। অথচ আজ ভাড়া আদায় করা হচ্ছে ২৫ টাকার পরিবর্তে ১শ টাকা করে। এটা নিয়ন্ত্রণ করা উচিত। এদিকে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে ১২ ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের পর ফাঁকা হয়ে হয়ে উঠে মহাসড়কটি। গতকাল বুধবার বিকেলে মহাসড়কের মদনপুরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় একেবারেই নেই যানজট। এমনকি কোথাও কোথাও একেবারে ফাঁকা দেখা গেছে মহাসড়ক। এর আগে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে গতকাল বুধবার ভোর ৪ টার আগে থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর থেকে গজারিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছাড়িয়ে যায়। স্নানোৎসবকে ঘিরে মধ্যরাত থেকেই মানুষের ঢল নামে। বিভিন্ন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে আসছেন পূণ্যার্থীরা। মদনপুর স্ট্যান্ডকে ঘিরে যানজট আরো প্রকট হয়েছে বলে জানা গেছে। মূলত মদনপুরসহ কয়েকটি পয়েন্টে পূণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের সময় যানবাহনের এই জট সৃষ্টি হয়েছে। এ ছাড়া পথে পথে গাড়ি থামা ও পার্কিং এর কারণেও যানজট হয়েছে। স্নানোৎসবকে ঘিরে মধ্যরাত থেকেই মানুষের ঢল নামে। বিভিন্ন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে আসছেন পূণ্যার্থীরা। মদনপুর স্ট্যান্ডকে ঘিরে যানজট আরো প্রকট হয়েছে বলে জানা গেছে। কাচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম জানান, লাঙ্গলবন্দ স্নানকে ঘিরে পূণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ। তিনি আরো জানান, পূণ্যার্থীরা রাস্তা পারাপার হবার সময় যানজট বাড়ছে। লাখ লাখ মানুষের ঢল একদিনে হওয়ায় এ যানজট। যানজট নিয়ন্ত্রণে আমাদের প্রায় ২০টি টিম কাজ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা