আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১০

নারায়ণগঞ্জ এবং নারুতো’র নতুন দিগন্তের সূচনা

ডান্ডিবার্তা | ৩০ মার্চ, ২০২৩ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাপানের নারুতো সিটির মেয়র মিচিহিকো ইজুমির আমন্ত্রনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারুতো নগরী সফর করেছে। এসময় নারুতো নগরের সাথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে নারুতো সিটির সম্পর্কের নতুন মোড়ক উন্মোচিত হবে বলে দাবী করছেন সংশ্লিষ্টরা। গত রোববার নারুতো সিটি সফরে যান মেয়র আইভী। স্বাক্ষরিত এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতার ভিত্তিতে উভয় নগরীর সমৃদ্ধি অর্জন করা। এছাড়াও এই চুক্তি উভয় নগরের জন্য সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষা এবং মানবসম্পদ বিনিময়ের মাধ্যমে একে অপরের কাছাকাছি আসতে এবং সমৃদ্ধি অর্জন করতে সহায়তা করবে। এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারুতো নগরের মেয়র মিচিহিকো ইজুমি, টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শেখ ফরিদ, কাইকম গ্রুপের চেয়ারম্যান অঞ্জন দাশ, মারুহিশা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কিমিনবু হিরাইশি, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ। এসময় নারুতো সিটি হলে দ্বিপাক্ষিক বৈঠকে চুক্তি পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নারায়ণগঞ্জের মেয়র জাপানিজ ভাষা কেন্দ্র এবং নারুতো ফ্রেন্ডশিপ শপ খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগকে আরো বেগবান করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে প্রতিনিধি দল নারুতো ইউনিভার্সিটি অব এডুকেশন পরিদর্শন করেন। পরবর্তীতে বিকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এরপর নারুতো মেয়রের আমন্ত্রণে নৈশভোজে যোগদান করেন এবং উপহার বিনিময় করেন। নারায়ণগঞ্জ নগরীর মেয়র, জাপানিজ ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যের অংশ পাটের তৈরি ব্যাগ উপহার দেন। অন্যদিকে নারুতো নগরের মেয়র জাপানিজ টাপেস্ট্রি উপহার দেন। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি এই চুক্তিকে নারায়ণগঞ্জ এবং নারুতো নগরবাসীর জন্য বন্ধুত্বের এক নতুন দিগন্তের সূচনা হবে বলে অভিহিত করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা