আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৫

অজানা গন্তব্যে যুবদল

ডান্ডিবার্তা | ৩১ মার্চ, ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরে মিটিং মিছিলেই সীমাবদ্ধ থাকছে যুবদলের রাজনীতি। নারায়ণগঞ্জ যুবদলের সাংগঠনিক তৎপরতা ছোখে পড়ার মত নয়। নারায়ণগঞ্জ জেলা যুবদল কমিটির বছর না পেরুতেই আহ্বায়ক জেলা বিএনপির সদস্য সচিব পদে আদিষ্ঠ হওয়ায় নয়া সুর বেঁজে উঠে জেলা যুবদলের রদবদল বা নয়া কমিটির। যার কারণে সাংগঠনিক তৎপরতার বর্ধিত করণের পূর্বেই ফের নয়া কমিটির সুর বেজে উঠে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিতর্কের কোন অন্ত নেই। বরাবরই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক তৎপরতা বর্ধিত করতে গিয়ে আহ্বায়ক ও সদস্য সচিব আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে এবং মহানগর যুবদলের সুপার ফাইভের নেতাদের মাইনাস করে নিজেদের একক সিদ্ধান্তে কমিটি বর্ধিত করতে বিতর্কে জড়িয়ে পড়ে। সূত্র বলছে, গত বছরের ১৬ মার্চ গোলাম ফারুক খোকনকে আহ্বায়ক এবং মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি ঘোষণা হয়। পরবর্তীতে জেলা যুবদলের নেতৃত্ব পাকাপোক্ত হওয়ার পূর্বেই জেলা যুবদলের আহ্বায়ক গত বছরের ১৫ নভেম্বর জেলা বিএনপির সদস্য সচিব বনে যাওয়ায় জেলা যুবদলের সাংগঠনিক তৎপরতার বৃদ্ধির হওয়ার পূর্বেই নয়া কমিটি এবং কমিটিতে রদবদলের গুঞ্জন উঠে। যার কারণে জেলা যুবদলে ফের নেতৃত্বে পাওয়ার প্রত্যাশায় অপেক্ষমান রয়েছে জেলা যুবদলের নেতারা। এছাড়া জেলা যুবদলের রাজনীতেকে ত্বরান্বিত রাখতে সাবেক এবং বর্তমান পদপ্রত্যাশী নেতারাই জেলা যুবদলের রাজনীতিকে জাগ্রত রাখছে রাজপথে। যার কারণে জেলা যুবদলের রাজনীতিতে কোন রকম সাংগঠনিক তৎপরতা নেই মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ যুবদলের রাজনীতিতে এবং নতুন নেতৃত্বের প্রত্যাশা পূরণ হচ্ছে না। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতিতে বিতর্কের কোন অন্ত নেই। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটি গঠনের পর থেকেই একের পর এক বিতর্ক জন্ম দেন আহ্বায়ক এবং সদস্য সচিব। এছাড়া কমিটি গঠনের পর কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এবং যেকোন সিদ্ধান্তে আহ্বায়ক এবং সদস্য সচিবের একক সিদ্ধান্ত পরিচালিত হত। এছাড়া মহানগর যুবদলের কমিটি পূর্ণাঙ্গ করতে গিয়ে বরাবরই ব্যর্থ হচ্ছেন অর্থ বাণিজ্য ও নানা অভিযোগে। কারণ বেশ কয়েকবারই কেন্দ্র থেকে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ৮১,৭১,৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিলেও তড়িগড়ি করে নিজেদের পছন্দের লোক দ্বারা ও আর্থিক সহযোগীতার মাধ্যমে কমিটিতে পদায়নের অভিযোগের কারণে কমিটির খসড়া করেও কমিটির পূর্ণতা দিতে পারেনি। তবে টানা তৃতীয়বারের মত ব্যর্থ হবার পরও আবার নয়া সুর বইছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি পূর্ণাঙ্গ করার সাথে হচ্ছে থানা কমিটিগুলো। তবে এ ব্যাপারে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়করা এখনো অবগত করেননি আহ্বায়ক ও সদস্য সচিব। কারণ এই রমজানের মধ্যেই কমিটিগুলো করতে চাচ্ছেন এবং থানা কমিটিগুলো গঠনে সবচেয়ে উদগ্রীব মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব। এছাড়া আবারও নেতাদের পদে বসাতে নানা ভাবে প্রলোভন দেখানো হচ্ছে। যার কারণে আবারও সাংগঠনিক তৎপরতা বর্ধিত করতে গিয়ে বিতর্কের হাওয়া বইতে পারে এমনটাই অনুমেয় করছে মহানগর যুবদলের নেতারা। যার কারণে মহানগর যুবদলে আবারও গতি দেখিয়ে গতি হারিয়ে বসতে পারে মহানগর যুবদলের শীর্ষ নেতারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা