আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২৬

অদক্ষদের নিয়ন্ত্রনে বিএনপি!

ডান্ডিবার্তা | ০১ এপ্রিল, ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিতি নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি গত বছরের শেশের দিকে গঠন করা হয়েছে। অনেকটা ডাকঢোল পিটিয়ে আহ্বায়ক কমিটি ঘোষনার পর থেকে নারায়ণগঞ্জ বিএনপি আন্দোলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা থাকলেও কর্মসূচী পালনে সম্পূর্ণই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে দলটি। মূলত অদক্ষ ও সুবিধাবাদী নেতাদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রনের দায়িত্ব যাদের উপরই দেয়া হয়েছে তারা সম্পূর্ণ অদক্ষ বলে দাবি উঠেছে দলের পক্ষ থেকেই। এরপর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। আহ্বায়ক কমিটি ঘোষনার পর পূর্ব মুহুর্তে ডাকঢোল পিটিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়াসহ তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করার মাধ্যমে দলের অস্তিত্ব জাগান দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে তৃনমূল থেকে অভিযোগ উঠে আসছে। আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন এমন কিছু ব্যক্তি, যারা বিগত সময়ে ছিলেন আওয়ামীলীগ ঘেঁষা। ফলে রাজনৈতিক মামলা-হামলা থেকে বরাবরই তারা ছিলেন সুরক্ষিত। আর এ সকল নেতৃবৃন্দকে নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে কতটুকু সফলতা দেখাতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে তৃণমূল নেতৃবৃন্দের পক্ষ থেকে? এমন নিষ্কিয় ব্যক্তিদের দ্বারা জেলা বিএনপির আহবায়ক কমিটি সাজানো হলেও আগামীতে এর ব্যাপক নীতিবাচক প্রভাব পড়বে দলটিতে এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধা মহল। সূত্র বলছে, ৪৮টি মামলার বোঝা কাঁধে নিয়েও শুরুতে আহবায়ক কমিটিতে জায়গা ছিলো না জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামসুকুল ইসলাম রাজীবের। পরবর্তীতে কো-অপ্ট করে সদস্য হিসেবে আহবায়ক কমিটিতে রাজীবের অন্তর্ভূক্তি হলেও কমিটিতে জায়গা হয়নি আরো বহু ত্যাগী নেতাদের। অথচ, বিগত দিনের আন্দোলন সংগ্রামে নিজেদের গুটিয়ে রাখা নিষ্কিয় নেতাদের জায়গা হয়েছে আহবায়ক কমিটিতে। আর সদস্যদের মধ্যে যাদেরকেই রাখা হয়েছে তাদের অনেকেই আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত। সূত্র জানায়, বিগত সময়ে সরকারদলীয় নেতাদের সাথে আঁতাত করায় আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া অনেকের বিরুদ্ধেই রাজনৈতিক মামলা নেই। যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম বিগত দিনের কর্মসূচিতে ছিলেন নিষ্কিয়। এদিকে আহবায়ক কমিটি আসার পর জেলা বিএনপি বড় পরিসরে হাতেগোনা কয়েকটি কর্মসূচি পালন করে বাহবা কুড়ালেও পরবর্তীতে পূরনো সেই চিত্র ফুটে উঠে দলটির মাঝে। দলীয় কর্মসূচিও উপেক্ষা করেছে দলটি। দ্বাদশ নির্বাচনকে ঘিরে অন্যান্য জেলাগুলোতে বিএনপির রাজনীতিতে চাঙ্গভাব বিরাজ করলেও নারায়ণগঞ্জের রাজনীতিতে এর উল্টোটা পরিলক্ষিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচী পালনে অনেকটা দায়মুক্ত ভাবে সাংগঠনিক কার্য্যক্রম পরিচালিত করে আসছে। এর ধারাবাহিকতা বজায় থাকলে দলের প্রান তৃনমুলে প্রভাব পড়ার পাশাপাশি আগামি নির্বাচনে বিএনপি প্রার্থীদের বরাডুবির শংকা করচে বিম্লেষকমহল। এমতবস্থায়, নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপির অস্থিত্ব টিকিযে রাখতে হরে অদক্ষদের হাত থেকে বিএনপিকে মুক্ত করার মাধ্যমে ত্যাগীদের নেতৃত্বে দল গঠনের দাবি তুলেছেন মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা