আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২২

রূপগঞ্জে সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে উন্নয়নের কাজ

ডান্ডিবার্তা | ০১ এপ্রিল, ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি এলজিইআরডি ও পল্লী বিদ্যুৎ এই দুই দপ্তরের ঠেলাঠেলিতে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে উন্নয়ন কাজ। রাস্তার কাজ প্রায় শেষ। মাঝখানে খুঁটি সরানোর আবেদন করেছিলেন মাস দুয়েক আগে। পল্লী বিদ্যুৎ বলছে তারা জানেন না। বিদ্যুৎ সকালে যায় রাতে আসে, আবার রাতে যায় সকালে আসে, সার্ভিস চার্জের নামে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। তারপরও সবই অজানা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের কাছে। মাসে মাসে ভোগান্তির বিলের নামে নিচ্ছেন টাকা, জানেন না শুধু গ্রাহকের ভোগান্তির কথা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে বৈত্যুতিক খুটি রেখেই চলছে সড়ক উন্নয়নের কাজ। সড়কটির প্রায় ৬০ভাগ কাজ সম্পন্ন হলেও সংশ্লিষ্ট দপ্তর কতৃক এখোনো পল্লীবিদি্যুতকে অফিসিয়াল ভাবে জানেনা হয়নি বৈদ্যুতিক খুঁটি অপসারণ বিষয়ে। মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা পরিষদ থেকে জনগুরুত্বপূর্ন সড়ক মাছুমপুর- মুড়াপাড়া সড়কের ব্রাম্মনগাঁও পর্যন্ত ১কিলোমিটার সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে উন্নয়ণ কাজ। ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত এই সড়ককে কেন্দ্র করে পাশ^বর্তি এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। শিল্প এলাকার জনগুরুত্বপূর্ন এ সড়ক উপজেলার সাথে যাতায়াতে অন্যতম একটি যোগাযোগ মাধ্যম। গত কয়েক বছর ধরেই সড়কটির বেহাল অবস্থা। জনদুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে সড়কের মাঝে ঠায় দাড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি। জানাযায়, পূর্বে সড়কটি সরু থাকায় শিল্প কারখানার ভারি যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হতো। তাই বর্তমানে সড়কটি প্রশস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।স্থানীয়দের দাবীর পরিপ্রেক্ষিতে চলতি বছরের প্রথম দিকে উপজেলা এলজিইডির অধীনে ৬২ লাখ টাকা ব্যায়ে ১কিলো মিটার সড়ক ২৪ ফুট প্রশস্ত করার কাজ দরপত্র আহ্বান করা হয়। এর কার্যাদেশ দেয়া হয় আছিফ অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠা কে। কিন্তু পরিকল্পনা বর্হিরভুত ভাবে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখে কাজ করায় রাস্তাটিতে যানবাহন ও পথচারী চলাচলে ঝুঁকি থাকার পাশাপাশি সড়কের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। আর এতে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা যায় বিদ্যুতের খুঁটি। প্রায় এক কিলোমিটার সড়কের ওপর ৭-৮টি বিদ্যুতের খুঁটি রয়েছে। কোনোটি সড়কের দুই থেকে আড়াই ফুট আবার কোনোটি তিন-চার ফুটের মধ্যে রয়েছে। সড়কের উন্নয়ণ কাজ প্রায় ৬০ ভাগ সম্পন্ন হলেও খুঁটি সরাতে বিদ্যুৎবিভাগের সাথে এখনো পর্যন্ত কোনও প্রকার অফিসিয়াল যোগাযোগ করেনি উপজেলা এলজিইডি কতৃপক্ষ। এদিকে সড়কে খুঁটি রেখেই কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।সড়কে বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে যানবাহন ও পথোচারী চলাচলে বিগ্ন সৃষ্টি হচ্ছে। ঠিকাদারি এ প্রতিষ্ঠান কয়েক মাস আগে থেকে সড়কটি সংস্কার কাজ আরম্ব করে। কিন্তু বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়কের কাজ শুরু করে।বর্তমানে সড়কটির নির্মাণকাজের বক্স-কাটিং শেষে ইটের খোয়া ফেলে রোলার দিয়ে সমান করার কাজ প্রায় শেষ পর্যায়ে। সামনের বর্ষা মৌসুমের কথা বিবেচনা করে সড়কে খুঁটি রেখেই দ্রুত কাজ শেষ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।এখনো সড়কের মাঝে বিভিন্ন অংশের বৈদ্যুতিক খুঁটি অপসারনের কোনও খবর নেই।রাস্তা নির্মাণ শেষ হয়ে গেলে খুঁটিগুলো অপসারণ করা সম্ভব হবে না। এতে এলাকাবাসীর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। স্থানীয় বাসিন্দা নুর আলম মিয়া বলেন, এ জনগুরুত্বপূর্ন ব্যাস্ত সড়ক প্রশস্ত করণ কাজে আমরা খুশি। তবে বৈদ্যুতিক খুঁটি এখনই সরানো উচিত। সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ করা প্রয়োজন। এ সড়কে যা হচ্ছে তা পরিকল্পনাহীন। কাজ শেষে কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাবে। রাস্তার মাঝে খঁটি নিয়ে বিরম্বনা আর দুর্ভোগ পোহাতে হবে যানবাহন ও পথোচারীদের। এ সড়কে প্রতিনিয়ত যাত্রী বহনকারী অটোরিকশা চালক মহিবুর বলেন, আগে এ রাস্তা ছিল সরু। তখন বৈদ্যুতিক খুঁটি গুলো রাস্তার পাশে ছিল। তখন চলাচলে অসুবিধা হয়নি। কিন্তু এখন রাস্তা বড় করায় খুঁটিগুলো রাস্তার মাঝখানে চলে এসেছে। খুঁটি গুলো এ অবস্থায় থাকলে সড়ক প্রশস্ত করে কোনও ফল আসবেনা। অন্যদিকে যেকোনো সময় দুর্ঘটনা ঘটারও সঙ্কা রয়েছে। উপজেলা ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন বলেন, এ সড়কের বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারনের জন্য স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি অনুযায়ী খুঁটি সরানোর জন্য প্রাক্কলন খরচ নির্ধারণ করে আমাদের জানানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যেই বৈদ্যুতিক খুঁটি গুলো রাস্তা থেকে অপসারণ করা হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর জিএম রফিকুল ইসলাম বলেন, এ সড়কের খুঁটি সরানোর বিষয়ে উপজেলা এলজিইডির পক্ষ থেকে আমাদের অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমে যেহেতু জানলাম আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পাদন করবো এবং অনতি বিলম্বে খুঁটি অপসারণে কাজ করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা