আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৮

আদালত পাড়ায় মৃতের দাফন সম্পন্ন

ডান্ডিবার্তা | ০১ এপ্রিল, ২০২৩ | ১২:৪৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে জমি সংক্রান্ত মামলায় জামিন পাওয়ার পর আদালত পাড়ায় অসুস্থ হয়ে মারা যাওয়া সেই জালাল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় স্থানীয় মাদরাসার মাঠে তার দাফন অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত স্বজনরা দোষীদের বিচারের দাবী করেন। জানা গেছে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ জালাল উদ্দিন জামিন পাবার পর আদালত পুলিশের হাজতে মারা গেছেন বলে অভিযোগ তার স্বজনদের। গত বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামের মৃত মনরউদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানান, গত বুধবার দিবাগত রাত একটিার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানা পুলিশ। দুপুরে তাকে আদালতে আনা হয়। এ সময় আদালত থেকে জামিন পান তিনি। তবে জামিনের কাগজ হাতে না পাওয়ায় তাকে হাজত থেকে বের করা যায়নি। হাজতেই দুপুর সোয়া তিনটার দিকে অজ্ঞান হয়ে পড়লে আদালত পুলিশ একটি গাড়িতে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় হাসপাতালের জরুরি বিভাগে থাকা মেডিকেল অফিসার ডা. অমিত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের ছেলে নয়ন জানান, আমাদেরকে ভূয়া জালিয়াতি মামলায় বিগত ২০১৩ সাল পর্যন্ত হয়রানী করে আসছে রামচন্দ্রদীর ওমর আলী। তাদের হয়রানীতে অতিষ্ঠ আমাদের পরিবার। তাও আমরা শান্তিতে সমাধান করার জন্য ইচ্ছা প্রকাশ করে আসছি। কিন্তু সর্বশেষ হাজিরাতে মোঃ জালাল উদ্দিন উপস্থিত হতে পারে নাই। কারণ বিবাদী ওমর আলী তাদের লোকবল নিয়ে ২৬ মার্চ ভোরে মোঃ জালাল উদ্দীন ও তার ২ ছেলেকে মেরে ফেলারহুমকি দেয়। তাদের ব্যক্তব্য ছিল, যদি তাদের আমাদের জায়গা লিখে না দেই তাহলে ২ ছেলেকে মেরে ফেলব। এই ভয়ে আমার বাবা জালাল ২৯ মার্চ হাজিরাতে যেতে পারেনি। এরই মাঝে হাজিরার মাত্র একদিন আগে আমর বৃদ্ধ পিতাকে রাতের আধারে পুলিশের হাতে তুলে দেয়। নিহতেদর ছেলে মিলন জানান, গত বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর থানা হাজতে আমর বাবার সাথে দেখা করলে তিনি বলেন তাদেরকে জায়গা না লিখে দিলে এভাবে হয়রানি করবে এবং মেরে ফেলতে পারে। তখন তার জিজ্ঞেস করলাম আপনারে কেউ কিছু বলছে। তখন তিনি তেমন কিছু বলে নাই শুধু বলছে আমি যদি জামিনে বের হইয়া তাদেরকে জায়গা লিখে দিয়ে আসব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা