আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৪

বেপরোয়া কিলার দেলুর সহযোগী সিহাব

ডান্ডিবার্তা | ০১ এপ্রিল, ২০২৩ | ১২:৪৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ক্রসফায়ারে নিহত আলোচিত সন্ত্রাসী, ডাকাত সরদার ও কিলার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলুর প্রধান সহযোগী হত্যা মামলার আসামি মাদক ব্যবসায়ী শিহাব বেপরোয়া হয়ে উঠছে। মাদক ব্যবসা, কিশোর গ্যাং লালন পালনসহ নানা অপরাধ সা¤্রাজ্য গড়ে তুলেছে সিহার। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। জানা গেছে, সিহাবের আপন ছোট ভাই রাকিব, মামা হাসুমিয়া ও খালাতো ভাই চঞ্চল এলাকায় চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিতি। একটি সময় মাস্টারদেলুর প্রভাব দেখিয়ে বিভিন্ন জায়গায় ভূমিদস্যুতা করত এই রাকিব, চঞ্চল ও হাসুমিয়া। বর্তমানে সিহাবে শেল্টারে চলছে তাদের অপকর্ম। ভুয়া জাল দলিল বানিয়ে বহু মানুষের জায়গা দখল করার পাঁয়তারা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদের অত্যাচারের হাত থেকে এলাকার সাধারন মানুষ শান্তিতে থাকতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। তথ্যমতে, সিহাব ও তার পুরো পরিবারই মাদক ব্যবসার সাথে জড়িত। তার পিতা বেণু মিয়ার ছিল মদের ব্যবসা। কুমিল্লা দাউদকান্দি ও চাঁদপুর পুরান বাজারে রয়েছে দুইটি বাংলা মদের বার। পিতার রেখে যাওয়া সেই মদের ব্যবসা তাদের পরিবারের আয়ের একমাত্র উৎস। তারা সাতভাই একবোন। এক ভাই তাহাব হেরোইন নেশায় আসক্ত হয়ে মারা যায়। তাদের ভাইদের বিরুদ্ধে রয়েছে নানা অপরাধে বিভিন্ন মামলা। সিহাবের আপন দুই ভাই আলম (৪৫) ও রাকিব (৩৬) হাজীগঞ্জের চাঞ্চল্যকর জেনারেটর ব্যবসায়ী বাবলু হত্যা মামলার আসামি। তারা দীর্ঘদিন জেল খাটার পর কিছুদিন আগে জামিনে বের হয়। এরা পারিবারিক ভাবে একটি অপরাধ চক্র। এদের হাত থেকে এলাকাবাসী মুক্তি চায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড রোড এলাকাতে দুর্ধর্ষ ডাকাত ও শীর্ষ মাদক বিক্রেতাদের একজন দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। ওই সময়ে দেলুর সেকেন্ড হ্যান্ড এই সিহাব সহ ৩ জন সহযোগিকে আটক করে। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মাদক, অস্ত্র, অস্ত্র বিক্রির টাকা উদ্ধার করেছিল। দীর্ঘ কয়েক বছর জেল খাটার পর জাবিনে বেরিয়ে এসে নিজেকে পুনরায় আগের অবস্থানে দাঁড় করাবার চেষ্টা করছে। যা এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক। খানপুর, তল্লা, হাজীগঞ্জ, পাঠানটুলি, চৌধুরী বাড়ি এই এলাকা গুলোতে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত এক আতঙ্কের নাম ছিল ডাকাত সরদার দেলু বাহিনী। এই বাহিনীতে ডাকাত, ছিনতাইকারি, শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিলারদের নিয়ে দেলু গড়েতুলে ছিলো ত্রক বিশাল বাহিনী। বাহিনীর প্রধান ছিল এই মাস্টার দেলু এবং সেকেন্ডইন কমান্ড ছিল তল্লা সুপারী বাগ এলাকার মৃত বেনু মিয়ার ছেলে এই মাদক সম্রাট কিলার শিহাব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা