
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গন। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপি কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নেতা, কর্মী ও সমর্থকগণ তাদের রাজনৈতিক কর্মকা- জোরসোরে চালিয়ে যাচ্ছেন। এই আসনটি বর্তমানে জাতীয় পার্টির দখলে থাকায় এবং এবারও যদি জোটগত নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টিকে এই আসনটি ছেড়ে দেওয়ার কোন সম্ভাবনা থাকলে এই আসনটি জাতীয় পার্টির হাতে চলে যাবে বলে মনে করেন সোনারগাঁ জাতীয় পার্টি। সেক্ষেত্রে মনোনয়ন লড়াইয়ে তেমন একটা জটিলতায় পড়তে হবে না বলে মনে করেন তারা। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এবং বর্তমানে ক্ষমতাসীন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা এবারও বেশি দেখা যেতে পারে। গতবারও এই তালিকায় প্রায় ৭/৮ জনের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এবার এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি ওঠায় এবং এবার এই আসন থেকে নৌকার প্রতীকে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় আওয়ামী লীগের পক্ষ হতে অনেকেই মনোনয়ন নেয়ার চেষ্টা করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একই অবস্থা সোনারগাঁ বিএনপির। যদিও তারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না উল্লেখ করে এবং নির্বাচন পদ্ধতি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারপরও যেকোন সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে সোনারগাঁও বিএনপি। একই সাথে বিএনপি থেকেও মনোনয়ন নেওয়ার জন্য একাধিক নেতা প্রস্তুতি নিয়ে রাখছেন বলে জানা গেছে। সব কিছু মিলিয়ে এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে সোনারগাঁ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপি এই তিনটি দলের মধ্যে ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এ আসনটির আওয়ামী লীগের জন্য সুখকর নয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মাত্র দুইবার। প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মোবারক হোসেন (১৯৭৩) ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল্লাহ আল কায়সার (২০০৮)। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে দশম ও একাদশ জাতীয় নির্বাচনে লিয়াকত হোসেন খোকা (২০১৪ ও ২০১৮), চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বাহাউল হক (১৯৮৮) এবং তৃতীয় জাতীয় নির্বাচনে মোবারক হোসেন (১৯৮৬) নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এই আসন থেকে ৫ম থেকে ৮ম জাতীয় নির্বাচনে একটানা চারবার বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন রেজাউল করিম (১৯৯১-২০০১)। তাছাড়া দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে গণফ্রন্টের প্রার্থী এএসএম সোলায়মান (১৯৭৯) নির্বাচিত হন। ১৮৮৪ সালে নারায়ণগঞ্জকে জেলায় রূপান্তর করার পর ১৯৮৬ সালে অনুষ্ঠিত ৩য় জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে হিসেব করলেও এগিয়ে আছে জাতীয় পার্টি ও বিএনপির অবস্থান। তবে বর্তমানে এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বর্তমান সাংসদের দল জাতীয় পার্টি এবং দীর্ঘদিন রাজত্ব করা বিএনপি এই তিনটি দলের জনসমর্থন ও সাংগঠনিক কার্যক্রম অনেকটা সেয়ানে সেয়ানের মতো আছে বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল। তাই এই আসনে আওয়ামী লীগকে দুর্বল ভাবার কোন কারণ নেই। এখানকার নেতৃবৃন্দের দাবি বর্তমানে সোনারগাঁও আওয়ামী লীগের কমিটি আগের চেয়ে অনেক শক্তিশালী। এবার যদি এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি তাদের আন্তকোন্দল বা বিভেদ ভুলে প্রার্থীর জন্য কাজ করে তাহলে অনেকটাই নির্দ্বিধায় নৌকা প্রতীকের জয় হবে। ছেড়ে কথা বলবে না সোনারগাঁয়ে বর্তমানে রাজত্ব করা জাতীয় পার্টিও। এরই মধ্যে জাতীয় পার্টির নির্বাচিত এমপি লিয়াকত হোসেন খোকা এখানকার রাজনীতিতে একটি বিশাল কর্মী ও সমর্থক বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি। তবে বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে এই আসনটি পুনরুদ্ধারে সব রকমেরই চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯