আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৬

জনগণ সরকারের সাথে নেই: গিয়াস

ডান্ডিবার্তা | ০২ এপ্রিল, ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের সরকারী দলের নেতাদের মাটির উপরে পা নেই, মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। তিনি বলেন, রাজনীতির শক্তি হলো জনগন। সে জনগণ আপনাদের সাথে নাই। গতকাল শনিবার বিকেলে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। শামীম ওসমানকে ইঙ্গিত করে তিনি বলেন, আজকে আপনারা রাজনৈতিক কোনো কমিটি দ্বারা একটা জনসভা করে বক্তৃতা দিতে পারেন না। আপনারা স্কুল কলেজে গিয়ে বাচ্চা ছেলে মেয়েদের সামনে উচ্ছৃঙ্খল ও মিথ্যা বক্তব্য দেন। এ বক্তব্য শুনে মানুষ হাসে। আপনাদের দলের মানুষ লজ্জিত হয়। অনেকে বলে আমার নেতার কি হয়েছে বুজতে পারি না। নারায়ণগঞ্জের বিএনপি নেতাদেরকে গিয়াসউদ্দিন বলেন, আগামীতে যতো আন্দোলন সংগ্রামের ডাক আসবে কোনো রক্তচক্ষুকে ভয় পাবেন না। কারো হুমকি ধামকি ভয় পাবেন না। আমরা জনগনের জন্য কাজ করি, জনগন আমাদের পাশে আছে। গিয়াসউদ্দিন বলেন, আজকে একজন ব্যক্তি নারায়ণগঞ্জের রাজনৈতিক যত প্রজ্ঞা শিষ্টাচার আছে সেগুলাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে দিশেহারা হয়ে গেছে। সেজন্য চাচ্ছে আমাদের কাউকে কাউকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে খোলা মাঠে রাজনীতি করতে। রাজনীতি করতে চাইলে প্রশাসনকে বহন করে। আমি বলতে চাই একজন না দুজন না হাজার না শতজন নেতাকর্মীকেও যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নেওয়া হয় আপনারা যারা থাকবেন তারাই রাজপথে থাকবেন। জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়াসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল ও বিভিন্ন উপজেলা, থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা