
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বিএনপি‘র রাজনীতিতে আলোচনা ও সমালোচনায় মুখে রয়েছে মহানগর বিএনপি। বর্তমানে মহানগর বিএনপির সংগঠন নিয়ে মহানগরের অঙ্গসংগঠন ও জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে আলোচনার ঝড় বইছে। সকলের মনে একটাই দাবি, মহানগর বিএনপির আগামীর ভবিষ্যৎ কি? কমিটির নেতৃবৃন্দরা কমিটি গঠনের প্রায় ৬ মাস পেরিয়ে যেতে থাকলেও এক কাতারে আসতে পারছে না। কমিটির নেতৃবৃন্দরা সকলে একত্মতা প্রকাশ না করে একের পর এক পাল্টা বক্তব্যে ও পাল্টা কর্মসূচির মধ্য দিয়েই দিন অতিবাহিত করছে। একই সংগঠনে দুই গ্রুপে আলাদা আলাদা কমিটি গঠন মেনে নিতে পারছে না বিএনপির অনেক নেতৃবৃন্দ। অপর দিকে তাদের এই সকল কর্মকান্ডে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ও আরো উজ্জ্বীবিত হবে বলেও দাবি করছে নেতাকর্মীরা। যার কারণে তৃণমূলের দাবি, দলে কোন কোন্দাল না রেখে একত্রিত হয়ে রাজপথে কাজ করলে মহানগর বিএনপির সকল সংগঠন থেকে অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবে। দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। তার পরপরই কমিটিতে সৃষ্টি হয় দৈন্যদশার কিছুদিনের মধ্যেই কমিটি থেকে ১৫ জন বিদ্রোহী নেতা ঝড়ে পরে। আর পরবর্তীতে বিদ্রোহীরা আরেক বলয় দ্বারা মহানগর বিএনপিকে বিভক্ত করে ফেলে। তারপরই মহানগর বিএনপিতে দুই গ্রুপের আবিভাব ঘটে। আর দুই গ্রুপ আলাদাভাবে কেন্দ্রীয় পাল্টা কর্মসূচি পালন করা শুরু করে দেয়। যার ফলে সংগঠনে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেলে। বর্তমানে আবার বিদোহী নেতাকর্মীরা আরেক পদক্ষেপ নেয়। মহানগর বিএনপির মূল কমিটির সাথে তাল মিলয়ে থানা ও উপজেলা পর্যায়ে পাল্টা কমিটির অনুমোদন দেয়। এর পর এবার ইউনিয়ন পর্যায়েও পাল্টা কমিটির ঘোষণা হচ্ছে। ইতোমধ্যে একটি ইউনিয়নের সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। এভাবেই মূল কমিটির সাথে তাল মিলিয়ে একের পর এক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির বিদ্রোহী নেতাকর্মীরা। সেই সাথে তাদের উদ্যোগে আলাদাভাবে দলীয় কর্মসূচিও পালিত হবে। এছাড়াও দুই গ্রুপের নেতৃবৃন্দ একে অপরকে সরকারী দলের দালাল ও নানা বিতর্কিত কর্মকান্ডের অংশিদার বলছেন। এমনকি মুল কমিটির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে পদ বানিজ্যের অভিযোগ তুলেছিলেন সাবেক যুবদল নেতা রাশেদুল ইসলাম টিটু। তা নিয়ে সংগঠনে সমালোচনার দেখা মিলেছিল। সূত্রে আরো জানা গেছে, মূল কমিটির বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে গত ১২ মার্চ দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, হাজী নুরুদ্দিন, আবদুর সবুর খান সেন্টু ও এম এইচ মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা মহানগর বিএনপির বর্তমান কর্মকান্ড তুলে ধরেন। ওই সময়ে ফখরুল নেতাকর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রাম করার তাগিদ দেন এবং মহানগর বিএনপি নিয়ে করণীয় সম্পর্কে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন আশ্বাস দেন। এর পর আবার গত ২২ মার্চ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন। মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, সাক্ষাতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু মহানগর বিএনপির বিদ্রোহী গ্রুপের বিষয়ে মহাসচিবের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। তার জবাবে মহাসচিব বলেন, কে কি বললো তা দেখার সময় নেই। আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। এভাবেই মহানগর বিএনপির সকল কার্যক্রমে কোন এতত্মতা নেই সকল কার্যক্রমেই রয়েছে পাল্টা পাল্টি আর কোন্দলের বহি প্রকাশ। যা নিয়ে তৃণমূলের দাবি, তারা মহানগর বিএনপির সংগঠনকে নিয়ে এই ধরনরে কর্মকান্ড ভালো চোখে দেখলেও এগুলোকে অভ্যন্তরীন কোন্দল বলে মনে করছে বিএনপির আওতাধীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এমনকি এই সকল কর্মকান্ডে সংগঠনকে কেউ ভালো চোখে দেখছে না। আর বর্তমানে চূড়ান্ত আন্দোলনের বছরে বিরোধী দল হিসেবে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম স্বচ্ছ রাজনীতির মাধ্যমে প্রচলিত করতে হবে। আর দলে ঐক্য ফিরিয়ে আনতে হবে। তা না হলে শহর রাজনীতি হিসেবে মহানগর বিএনপি সামনে নিজেদের গতি হারিয়ে ফেলবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯