
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বর্তমান সময়ের রাজনীতিতে আওয়ামী লীগের থেকে ব্যাপকভাবে এগিয়ে রয়েছে বিএনপি। সাম্প্রতিক সময়ে নানা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েও রাজপথে থেকে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে। আর এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা থানা একটি অন্যতম। বিভিন্ন সময় দেখা গেছে আন্দোলন সংগ্রাম সহ সবকিছুইতে এই থানার বিএনপির নেতৃবৃন্দ ব্যাপক ভূমিকা পালন করেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফতুল্লা থানা বিএনপির কমিটিতে শহিদুল ইসলাম টিটুকে আহবায়ক ও এডভোকেট বারী ভূঁইয়াকে সদস্য সচিব করে কমিটি দেওয়া হয়। তাদের দুজনই বিএনপির জন্য ত্যাগী ও পরিক্ষিত নেতা। তাদের হাত ধরে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন কমিটি না হওয়ার খরা কটেছে খুব অল্প সময়ের মধ্যে থানার ৫ ইউনিয়নের মধ্যে ৩ টি কমিটি দিতে সক্ষম হয়েছে। তবে এখনো দুইটি ইউনিয়ন বাকি রয়েছে ফতুল্লা ও এনায়েত নগর যা খুব শীঘ্রই কমিটি দেওয়ার আশ্বাস দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় নেই যার কারনে বিভিন্ন এলাকায় ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক কমিটি দিতে বরাবরই ব্যর্থতায় দায় নিয়ে নিতে হয়েছে। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন নির্দেশনায় জেলার প্রতিটা এলাকাতে এক এক করে কমিটি দেওয়া হচ্ছে। আর যাবে করে নির্বাচনের আগে নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত হচ্ছে এবং আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা ব্যাপক ভাবে প্রস্তুতি গ্রহন করছে। এ বিষয়ে থানার সিনিয়র নেতারা বলেন, আমরা দীর্ঘদিন মামলা হামলা জেল জুলুমের কারণে রাজপথ থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম তবে সাম্প্রতিক সময়ে নেতাকর্মীদের আরও ভালোভাবে সক্রিয় রাখতে দলের দূরসময়ের কান্ডারী ত্যাগী কর্মীদের মূল্যায়র করার চেষ্টা করছি। আমরা ধাপে ধাপে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো দিচ্ছি যাতে করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দলের স্বার্থে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহন করতে পারে। ফতুল্লা থানার মধ্যে আরও যে দুইটি ইউনিয়নে এখনো কমিটি দেওয়া হয়নি তা খুব শীঘ্রই করে দেওয়া হবে। অন্যদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের এক রাজনৈতিক কর্মকা- অনেকটা ঢিলেঢালে ভাবে চলছে। এক যুগেরও বেশি সময় যাবৎ ক্ষমতায় থাকার পরেও নিজেদেরকে সাংগঠনিকভাবে তেমনটা শক্তিশালী করে উঠতে পারেনি। যার অন্যতম কারন যদি লক্ষ করা যায় তাহলে দেখা যাবে এই দীর্ঘ সময় দল ক্ষমতায় থাকার পরেও নেতাকর্মীদের মধ্যে ঐক্য দেখা যায়নি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও এখনো ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলো দিতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জানা যায়, ফতুল্লায় পাঁচটি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে একটি মাত্র ইউনিয়নের কমিটি দেওয়া হয়েছে আর সেটি কাশিপুর ইউনিয়ন। বাকি চারটি ইউনিয়ন কুতুবপুর, ফতুল্লা, এনায়েত নগর, বক্তাবলী। শুধু তাই নয় সকল জল্পনা কল্পনার মধ্যে দিয়ে ২০ বছর পরে গত ২৬ শে নভেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। আর এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার কোন রকম কমতি ছিল না। সকাল থেকেই নেতাকর্মীরা সম্মেলনে আসতে থাকে। দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়নে আওয়ামী লীগের নতুন করে কমিটি না হওয়ার কারণে এই ইউনিয়ন অনেকটাই দূর্বল অবস্থায় ছিলো তাই ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রচেষ্টায় ২০ বছর বক্তাবলী আওয়ামী লীগের কমিটি না হওয়ার খরা কাটতে যাচ্ছিলো আজকের এই সম্মেলনের মাধ্যমে। জানা যায়, ২০০৩ সালে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সম্মেলনের মাধ্যমে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত আফাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুল ইসলাম। তার পর থেকে এই পর্যন্ত এখনো কোন নতুন কমিটি এই বক্তাবলী ইউনিয়নে। কমিটি না হওয়ার কারণে বিভিন্ন সময় নেতাকর্মীরা ক্ষোভ জানালেও কোন কাজ হয়নি। কিন্তু দীর্ঘদিন পর কমিটি সম্মেলনের ঘোষনা আসার পর থেকেই নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত ছিলো। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আসতে আলোচনায় ছিলেন বেশ কয়েকজন তাদের মধ্যে সভাপতি পদে ছিলেন আবুল হোসেন। তার বিপরীতে বক্তাবলী ইউনিয়েন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ তিনিও ছিলেন সভাপতি প্রার্থী। অন্যদিকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন তিনজন তারা হলেন আনোয়ার হোসেন, বাবুল হোসেন ও কামরুল ইসলাম। তবে ২০ বছর পর যে সম্মেলন ঘিরে ছিলো এতো আয়োজন তা মূহূর্তের মধ্যে সবকিছু ভেস্তে যায় একটা বিশৃঙ্খলার মাধ্যমে। জানা যায়, এই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে করার লক্ষে জেলা আওয়ামী লীগ ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সেই সম্মেলনে উপস্থিত থেকে কাউন্সিলর ভোটের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত আর এই সম্মেলন স্থগিত করার ঘোষনা আসে। এর কারণ সম্মেলনের প্রথম অধিবেশন সুন্দর ভাবে শেষ হলে শুরু হয় এবং বিগত দিনের বক্তাবলী আওয়ামী লীগের যে কমিটি সেটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এর পরপরই শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এবং এই অধিবেশনের মাধ্যমে যে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তাদের বিজয়ী হওয়ার কথা কিন্ত ভোটের এক তৃতীয়াংশ শেষ না হতে হতেই বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শফিক মাহমুদ ও আরেক সভাপতি প্রার্থী আবুল হোসেনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে আর মূহুর্তের মধ্যে সম্মেলন স্থানে ব্যাপক হইচই হট্টগোলের সৃষ্টি হয়। এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে এমন অবস্থায় সম্পূর্ন ভোট গ্রহন শেষ না হতেই শেষ হয়ে যায় দীর্ঘদিন আটকে থাকা এ বক্তাবলী আওয়ামী লীগের সম্মেলন। আর এই কমিটিটা না হওয়ার কারনে বক্তাবলী আওয়ামী লীগের কোন কমিটিই আর থাকলোনা এতে করে বক্তাবলী আওয়ামী লীগ এখন অভিভাবকহীন হয়ে পড়লো এর কারণ হচ্ছে প্রথম অধিবেশনেই আগের কমিটি বিলুপ্তের ঘোষনা দেওয়া হয়। তবে পরবর্তীতে কবে নাগাদ আবারো সম্মেলন হবে তা নিশ্চিত করেননি জেলা ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তবে স্থগিত হয়ে কমিটিটা ১৫ দিনের মধ্যে দিনের মধ্যে হওয়ার কথা থাকলেও ৪ মাস পেরলেও কমিটিটা দিতে পারেনি থানা কমিটি। শুধু বক্তাবলী ইউনিয়ন নয় বাকি ইউনিয়ন গুলোতেও একই দশা সাংগঠনিক দূর্বলতা ও দ্বন্দ্বের কারণেই হচ্ছেনা কমিটি গুলো। আর এতেই বোঝা যাচ্ছে ফতুল্লায় আওয়ামী লীগের থেকে বিএনপি নেতারা কমিটি দিয়ে নেতাকর্মীদের নির্বাচনের আগে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে পেরেছে আর একেবারেই পিছিয়ে রয়েছে আওয়ামী লীগ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯