আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:১৪

সোনারগাঁ-আড়াইহাজার বিএনপির তৃনমূলে চরম ক্ষোভ

ডান্ডিবার্তা | ০৩ এপ্রিল, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিগত কমিটির নেতাদের দ্বারা গঠিত আড়াইহাজার থানা বিএনপি এবং সোনারগাঁ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ এখনো কাটেনি। কারণ বেশ কয়েকদিন আগেও আড়াইহাজারের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর এবং আড়াইহাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন জাতীয়দাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর কমিটি বাতিল প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করেছেন। এছাড়া সোনারগাঁ থানা বিএনপির কমিটি নিয়েও সোনারগাঁ থানা বিএনপির পদবঞ্চিত নেতারাও থানা বিএনপির কমিটি নিয়ে অসন্তোষটির কেন্দ্রে অবগত করেছেন। কারণ এই দুটি থানায় কমিটি গঠনের ক্ষেত্রে এই দুই থানা বিএনপিতে অঘোষিত অভিভাবক হিসেবে বিভেচিত তাদের কর্মীদের দ্বারাই গঠন করা হয়েছে এই দুই থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। যার কারণে অসন্তোষ এই দুই থানা বিএনপির অগ্রভাগের নেতারা। সূত্র বলছে, আড়াইহাজার থানা বিএনপির কমিটি গঠনের পর থেকেই আড়াইহাজার থানা বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ আড়াইহাজার থানা বিএনপির কমিটিতে আড়াইহাজারে নিজেকে অঘোষিত অভিভাবক হিসেবে জাহির করতে চাওয়া নজরুল ইসলাম আজাদের অনুসারী হিসেবে বিবেচিত দুই নেতার দ্বারাই আড়াইহাজার থানা বিএনপির কমিটি গঠন করা হয়। কারণ আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ তার কর্তৃত্ব বজায় রাখতে থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দ্বারা ইউনিয়ন থেকে শুরু করে থানা বিএনপির পূর্ণাঙ্গের ক্ষেত্রেও তার প্রধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আড়াইহাজার থানা বিএনপির কমিটি পূর্ণাঙ্গের ক্ষেত্রেও ছিল নানা রকম নাটকীয়তা কারণ থানা বিএনপির পূর্ণাঙ্গের ক্ষেত্রে তার অনুসারীদের প্রধান্য দিয়ে থানা বিএনপিতে বিগত সময়ে নেতৃত্বে থাকা নেতা এবং সাবেক সাংসদকে মাইনাস করেই থানা বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করা হয়। যার কারণে আড়াইহাজারের সাবেক সংসদ আতাউর রহমান আঙ্গুরসহ থানা বিএনপির বিগত সময়ের নেতৃত্বের থাকা নেতারা কমিটি বাতিল প্রসঙ্গে মহাসচিব বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন। এছাড়া আড়াইহাজার থানা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান সুমনও থানা বিএনপির সার্বিক অবস্থা সম্পর্কে মহাসচিবকে অবগত করে একটি চিঠি জমা দিতে দেখা যায়। তবে এখনো আড়াইহাজারের সেই বিতর্কিত নেতার তল্পিবাহকদের দ্বারাই থানা বিএনপির নেতৃত্ব পরিচালিত হওয়ায় আড়াইহাজার থানা বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ এখনো কাটেনি। অপরদিকে সোনারগাঁ থানা বিএনপির কমিটি নিয়েও আলোচনা সমালোচনা ও নাটকীয়তার অন্ত নেই। কারণ কমিটি গঠনের পর তড়িগড়ি করে নিজেদের পছন্দের লোক দ্বারা ইউনিয়ন কমিটি গঠন করার পর ইউনিয়ন বিএনপির নেতারা জুতা ঝাড়ু মিছিল করেছেন। এছাড়া গত বছরের ৮/১০/২২ তারিখে সোনারগাঁ থানা বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করা হলেও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নাটকীয়তার অন্ত ছিল না। কারণ সোনারগাঁ থানা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলেও প্রকাশে ছিল গড়িমসি। কারণ সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নিজেকে সবসময়ই অঘোষিত অভিভাবক হিসেবে জাহির করতে চান। যার কারণে ইউনিয়ন কমিটি থেকে শুরু করে থানা কমিটির পূর্ণাঙ্গের ক্ষেত্রেও তার কর্তৃত্ব বজায় রাখতে চেয়েছেন। এতে থানা বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে তারিখ ঘোষণা করেও সেদিন প্রস্তুতিমূলক সভা করে নেতার্মীদের হতাশ করে দেন। পরবর্তীতে ফের সম্ভাব্য তারিখ ঘোষণা করে দেশের বাহিরে চলে যান। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির রদ-বদল ঘটলে তড়িগড়ি করে ১০ডিসেম্বরের সমাবেশ শেষ করার পরদিনই সোনারগাঁ থানা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনে লক্ষ্যে করা যায়। সোনারগাঁ থানা বিএনপির প্রবীণ ত্যাগী বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্বে থাকা অগ্রভাগের নেতাদের মাইনাস করেই তার অনুসারী হিসেবে পরিচিত সে সকল নেতাদের দ্বারাই থানা বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করেন। যার কারণে সোনারগাঁ থানা বিএনপির অগ্রভাগের নেতারাই থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আর এই অসন্তোষটির ঘটনা থানা বিএনপির পদবঞ্চিত নেতারা কেন্দ্রেও অবগত করেছেন। তবে কেন্দ্রে অবগত করলেও এখনো আশানুরূপ কোন বার্তা না পাওয়ায় এখনো থানা বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ কাটেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা