আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২১

ফতুল্লায় বেপরোয়া ছিনতাইকারী চক্র!

ডান্ডিবার্তা | ০৩ এপ্রিল, ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট পবিত্র মাহে রমজান চলছে। ইতিমধ্যে ১০টি রোজাও শেষ হয়েছে। ঈদ আনন্দের কড়াও নাড়ছে প্রতিটি মানুষের মনের দুয়ারে। আর এ রমজানকে সামনে রেখে ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা রুটে ছিনতাইকারীদের দৌরাত্ম্য আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফতুল্লা থানার অন্তর্গত ব্যস্ততম এই রুটের জামতলা থেকে শুরু করে পাগলা-মুন্সিখোলা-পোস্তগোলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ চক্র নানা কৌশলে এসব কুকর্ম পরিচালনা করছে। এ ব্যাপারে একাধিকবার স্থানীয় গনমাধ্যমে লেখালেখি করেও কোন সুফল পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগীরা। ফতুল্লার দাপায় বসবাসরত জনৈক গার্মেন্টস কর্মী রহমান জানান, গত বৃহস্পতিবার গার্মেন্টস থেকে রাত ১১টায় বিসিক হতে হেঁটে তার বাসায় আসার সময় ফতুল্লা পোস্ট অফিসের কাছাকাছি পৌঁছামাত্রই তাকে ছিনতাইকারীরা পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে তার পকেটে রক্ষিত নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী গার্মেন্টস কর্মী জানান, রাত ৯টায় অফিস ছুটি হওয়ার পর বিসিক থেকে আসার সময় পঞ্চবটি পার্কের সামনে থেকে আমার ব্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় চারজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল। আমার ব্যানিটি ব্যাগে ২০০০ টাকা ছিল। টাকা ছাড়াও ব্যাগে মোবাইল, হাজিরা কার্ড সহ অনেক কাগজপত্র ছিল। থানায় অভিযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গরীব মানুষ কাজ করে খাই, এত ঝামেলা কে করে বলেন। তবে স্থানীয়দের দাবী,আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার অভাবে ছিনতাইকারীদের দুর্ধর্ষ ওই চক্রটি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কটি তাদের অভয়ারণ্যে পরিণত করে তুলেছে। একাধিক সূত্রে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কের পাশাপাশি ফতুল্লার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বখাটেদের আড্ডাস্থল এবং পরিণত হয়েছে ছিনতাইকারীদের নিরাপদস্থানে। জামতলা এলাকায় রয়েছে কয়েকটি ছিনতাইকারী গ্রুপ, মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ’র সামনে, সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে পুরো শেষে বাংলা রোড, মাসদাইর কবরস্থানে সামনে একাধিক গ্রুপ, পৌর শ^শানে রয়েছে মাসদাইর পাকাপুল এলাকার কয়েকটি চিহিৃত ছিনতাইকারী গ্রুপ, পঞ্চবটী পার্কের সামনে এছাড়াও রয়েছে ফতুল্লা বাজার এলাকায়, পোষ্ট অফিস এলাকায় একাধিক ছিনতাকারী দলের সক্রিয় গ্রুপ। এর ফলে গত কয়েক মাস ধরে ফতুল্লাবাসী রয়েছে আতংকে। দিনের বেলায় যাতায়াতরত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদেরকেও বখাটেরা নানাভাবে শ্লীলতাহানির চেষ্টা করে আসছে। এর ফলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় শিক্ষার্থীসহ সাধারণ অভিভাবকদের। এমনকি সুযোগবুঝে ছিনতাইকারীরা যাতায়াতরত সাধারণ মানুষকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নিচ্ছে নগদ অর্থ, মোবাইল ফোন থেকে শুরু করে সর্বস্ব। ছিনতাইকারীরা ৪/৫ জন মিলে একত্রিত হয়ে আক্রমন চালায় পথে থাকা সাধারন মানুষের উপর। তারা নতুন কৌশলে সাধারন মানুষের কাছে থাকা বিকাশের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করে নিচ্ছে অস্ত্রের ভয় দেখিয়ে। জামতলা থেকে মাসদাইর কবরস্থান ও পাকাপুল পর্যন্ত ছিনতাইকারীরা সন্ধ্যা হতে শুরু করে রাত প্রায় ২টা পর্যন্ত পৌর শ^শানে মাদক সেবনে ব্যস্থতা শেষে রাত ২টার পর হতেই শুরু করে ছিনতাই কার্যক্রম। আর সকল ছিনতাইকারীদের বেশীরভাগ সদস্যদের বাড়ি পাকাপুল এলাকায়। তাদের রোষানলে পড়ছে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরা গার্মেন্টস এর নারী-পুরুষ শ্রমিক আর গভীর রাতে মাছ ও কাচাঁমাল বিক্রেতারা। এছাড়াও অভিযোগ রয়েছে উক্ত সড়ক দিয়ে যাতায়াতরত একাধিক মানুষের। ফতুল্লাবাসী তাদের অভিযোগে জানান, ফতুল্লার ডিআইটি মাঠ, নদীরপাড়ের ওয়াকওয়ে, শিবু মার্কেট, স্টেডিয়াম রোড, দাপা ট্রাক স্ট্যান্ড, আলীগঞ্জ ট্রাকস্ট্রান্ড, পাগলা বাজার, মুন্সিখোলা ঘিরে একাধিক ছিনতাইকারী চক্র গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এসব এলাকাসহ আশেপাশের এলাকাতেও ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এছাড়া পুলিশি ঝামেলা এবং বখাটেদের ভয়তে সাধারণ ভুক্তভোগী মানুষ আইনশৃংখলা বাহিনীর সহায়তা চাইতেও পাড়ছে না। সম্প্রতি দাপা বালুরঘাট এলাকায় বালুবাহী ট্রলারের জনৈক শ্রমিক ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাত হয়। ১০ টাকা না দেওয়ায় বখাটে ছিনতাইকারীরা খুর দিয়ে তার হাতের রগ কেটে দেয়। ভুক্তভোগীদের দাবী মূলতঃ ব্যাটারী চালিত অটোরিকশার মাধ্যমেই এরা এসকল অপকর্ম চালিয়ে আসছে। এদের অবাধ বিচরণের কারণে উল্লেখিত এলাকা দিয়ে চলাচল করতে প্রতিনিয়তই জান-মাল নিয়ে হুমকীর মুখে পড়েছে পথচারী ও যাত্রী সাধারণ। তাই জেলা পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের কাছে ফতুল্লাবাসীর দাবি, অচিরেই ফতুল্লাবাসীকে ভয়ানক এ চক্রের কবল থেকে রেহাই পেতে ভুক্তভোগী জনসাধারণ প্রশাসনের উদ্ধর্তন মহলের স্থায়ী পুলিশি টহলসহ আশু কার্যকরি হস্তক্ষেপ কামনা করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা