আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:০৮

ফতুল্লায় আসছে স্বেচ্ছাসেবকলীগের কমিটি

ডান্ডিবার্তা | ০৩ এপ্রিল, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট প্রায় একবছর প্রতিক্ষার পর নতুন কমিটি নিয়ে আসার জল্পনা-কল্পনা শুরু হয়েছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের। নতুন ভাবে থানা স্বেচ্ছাসেবকলীগের যে কমিটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সেই কমিটির সভাপতি হিসেবে নাম উঠেছে দুইজনের। একজন হচ্ছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো.মোশারফ হোসেন আর অন্যজন হচ্ছেন ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল আহমেদ মাসুমের নাম। তৃনমূলের নেতৃবৃন্দরা জানান, আসছে কমিটিতে সভাপতি পদে যাদের নাম উঠে এসেছি তারা উভয়েই মাঠ পর্যায়ে তুখোড় নেতা হিসেবে পরিচিত। একজন থানা ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত জড়িত আর অপরজন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন ধীর্ঘদিন। প্রায় এক বছর যাবত ঝিমিয়ে পড়া ফতুল্লায় স্বেচ্ছাসেবকলীগের রাজনীতিকে পুরোদমে উজ্জীবিত করে তুলতে পারবে এ দুই তুখোড় নেতা। তবে আসছে কমিটিতে অন্যান্য পদে কারা আসবেন তা বলা যাচ্ছেনা। কারন দলীয় কমান্ড অবশ্যই দীর্ঘদিন যাবত মাঠে থাকা কর্মীদেরকে অবশ্যই মুল্যায়ন করবে। আমরা আশাবাদী চালিকা শক্তি হিসেবে যে দুইজনের নাম উঠে এসেছে তাদের মাধ্যমেই নতুনভাবে রাজনীতির পথচলা শুরু করবে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ। তারা আরো বলেন,ইতিমধ্যে কাশিপুর ইউনিয়ন ও এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। বাকী যেক’টা ইউনিয়ন রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে অচিরেই ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা করা হবে। আমরা আশাবাদী যে স্বেচ্ছাসেবকলীগের নারায়ণগঞ্জের নতুন কমিটির দ্বায়িত্বে থাকা কেন্দ্রীয় ম্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কৃষিবিদ আবদুস সালাম স্যার নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দ্রুত এ কমিটির অনুমোদন দিবেন। এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা স্বেচাসেবকলীগের সভাপতি প্রার্থী হাজী মো.মোশারফ হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবত ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। দল যদি আমাকে যোগ্য মনে করে উক্ত পদে দ্বায়িত্ব দেয় তাহলে আমি সেটা পালন করবো। তাছাড়া আমি নারায়ণগঞ্জের আপামর জনতার মানুষ সাংসদ একেএম শামীম ওসমানের রাজনীতি করি। তিনি যদি আমাকে যোগ্য মনে করে সভাপতি হিসেবে দ্বায়িত্ব দেন তাহলে অবশ্যই মেনে নেবো। আর দল যদি আমাকে না দেয় তাহলে আমি দলের পক্ষ হয়ে রাজনীতি করে যাবো। এ বিষয়ে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী রাসেল আহমেদ মাসুম বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত এ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। আমি যখন এ সংগঠনের রাজনীতি শুরু করি তখন অনেকেই এ সংগঠনকে ছেচ্ছরলীগ বলে বিরুপ করেছেন। কিন্তু তারপরও থেকে থাকিনি স্বেচ্ছাসেবকলীগের রাজনীতি নিয়ে। আমার নেতা আলহাজ একেএম শামীম ওমসান অবশ্যই আমাকে মুল্যায়ন করবেন সভাপতি হিসেবে নিযুক্ত করে। আমি আশাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ আমাকে অবশ্যই মুল্যায়ন করবেন। উল্লেখ্য যে, গত সিটি কর্পোরেশনের নির্বাচনের পুর্বে কেন্দ্রীয় হাই কমান্ডের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর স্চ্ছোসেবকলীগ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ ও মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ ফরিদ আহমেদ লিটনের ছোটভাই রাসেল আহমেদ মাসুম আসছে নতুন কমিটিতে সভাপতি প্রার্থী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা