
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবারো নতুন করে আতঙ্ক বিরাজ করছে। নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের। বাসাবাড়িতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়রানি করছে বলে মন্তব্য তাদের। ইতোমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এতে করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে। যদিও অনেকেই গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে দলীয় কর্মসূচী সফল করতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে হাজির হয়েছেন। তবে পুলিশের গ্রেপ্তার এড়াতে অনেক নেতাকর্মী ত্যাগ করেছেন বাড়ি। রাতের বেলা থাকছেন অন্যত্র। এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরে বেশ কয়েকজন নেতার বাসায় গিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। ইতোমধ্যে সদর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের কেউ পালিয়েছেন আবার কেউ আগেই সতর্ক থেকে বাসায় রাতে থাকেননি। পুলিশের গ্রেপ্তার এড়াতে শত শত নেতাকর্মী এখন নিজ বাসাবাড়িতে থাকতে পারছেন না।’ গত শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি। কিন্তু আগের রাতে জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন ও কাউন্সিলর ইকবালের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। ভাঙচুর করার অভিযোগ উঠে সিসি ক্যামেরা। অন্যদিকে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন নেতাকর্মীর বাসায় অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় স্বেচ্ছাসেবক দলের জনি ও আইনজীবী নেতা ভাষানী ভূঁইয়াকে। এছাড়া যুবদল নেতা জোসেফ, বিএনপির যুগ্ম আহবায়ক এমএইচ মামুনের বাসাতেও পুলিশ যাওয়ার সংবাদ এসেছে। এমএইচ মামুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ রাজনীতি শূন্য হয়ে গেছে। আমাদের কর্মসূচি যেন সফল না হয় সেজন্য রাতে রাতে অভিযান চালাচ্ছে। কয়েকদিন পরপরেই জেলা বিএনপির আহবায়কের বাসায় পুলিশ যায়। সেই খবর প্রচার হওয়ায় এবার সিসি ক্যামেরাও ভাঙচুর করে তাঁরা। এভাবে ভীত করে রাখতে যায় বিএনপির নেতাকর্মীদের।’ এদিকে গত শুক্রবার রাতে পুলিশের অভিযান ও গ্রেপ্তারের সতর্ক অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা পর্যায়ের এক নেতা বলেন, ‘মাঝখানে বেশ কয়েক মাস গ্রেপ্তার আতঙ্কে নিজ বাসায় থাকি নাই। এখন আবার গ্রেপ্তার আতঙ্ক তৈরি হয়েছে আমাদের মধ্যে। এভাবে কতদিন পালিয়ে থাকবো জানি না। কোন কর্মসূচির ঘোষণা এলেই পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করে, বাসাবাড়িতে হানা দেয়। এর ফলে মানসিক ভাবেও আমাদের পরিবারের সদস্যরা অস্থিরতায় ভোগে।’ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ আহমেদ বলেন, গত ‘শনিবারের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এই অবৈধ সরকারের প্রশাসন অভিযান চালিয়েছে বিএনপির নেতাকর্মীদের ধরতে। সারারাত ঘুমাতে পারিনি। সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের বাড়ির সিসি ক্যামেরা ভেঙ্গে দিয়েছে। এভাবে কাউন্সিলর ইকবালের বাসায় আক্রমণ করেছে তাঁরা। মহানগর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বাসায় বাসায় চিরুনী অভিযান চালানো হয়েছে যাতে এই কর্মসূচি বাস্তবায়ন না হয়।’ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আনোয়ার প্রধান বলেন, ‘গত শুক্রবার রাত পুলিশ প্রতিটি এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এদের মোকাবেলা করতে রাতভর জেগে ছিল ছাত্রদল, যুবদল সহ বিএনপির নেতাকর্মীরা। এরপরেও কষ্ট শিকার করে কর্মসূচি প্রমাণ করেছে বিএনপির নেতাকর্মীরা ভয়ভীতি উপেক্ষা করে কর্মসূচি পালনে দৃঢ় প্রতিজ্ঞ।’ নারায়ণগঞ্জে গ্রেপ্তার আতঙ্কের বিষয়ে অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু বলেন, ‘অবস্থান কর্মসূচির মত শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয়ার পর সরকার ভীত হয়ে পুলিশ দিয়ে রাতভর নারায়ণগঞ্জে তান্ডব চালিয়েছে। তাদের পায়ের তলায় যে মাটি নেই তা প্রমাণিত। আমরা এখানে এসেছি নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে। ক্ষমতাসীনদের কাছে জানতে চাই, আপনাদের কেন মূল্যবৃদ্ধি গায়ে লাগে না? কারণ কি এই, আপনারা এতই সম্পদশালী যে চালের দাম এক হাজার হলেও নিশ্চিন্তে চলতে পারবেন। এভাবে বেশিদিন পারবেন না। নারায়ণগঞ্জে শাওনকে গুলি করে যেমন আন্দোলন থামেনি, তেমনি আগামীতেও জুলুম নির্যাতন করে বিএনপিকে দমন করা যাবে না।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯