
ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে ঘুরে দাঁড়িয়েছে জাতীয়পার্টি। সোনারগাঁ আসনে টানা দ্বিতীয়বারের নেতৃত্ব দিচ্ছে জাতীয় পার্টি। আর এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রাখে সোনারগাঁ থানা জাতীয় পার্টি তৃণমূল পর্যায় থেকে শুরু করে থানা পর্যায়ে ধাপে ধাপে জাতীয় পার্টির কমিটিগুলোকে ঢেলে সাজানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকার উপস্থিতে বিভিন্ন ইউনিয়নে সম্মেলন এবং ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। কারণ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের হাতেগোনা কয়েক মাস রয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগে ভাগেই সোনারগাঁ থানা জাতীয় পার্টি তৃণমূল পর্যায় থেকে নিজেদেরকে পাকাপোক্ত করে নিচ্ছে। সূত্র বলছে, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন থেকে টানা দ্বিতীয়বারের মত সাংসদ নির্বাচিত হয়ে সোনারগাঁ আসন থেকে নেতৃত্ব দিচ্ছে লিয়াকত হোসেন খোকা। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও সোনারগাঁ আসনে জাতীয় পার্টি থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে লিয়াকত হোসেন খোকা। সে লক্ষ্যে সংসদ নির্বাচনের আগেই সোনারগাঁ আসনে জাতীয় পার্টিকে পাকাপোক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। কারণ সোনারগাঁয়ে তিনি সাংসদ হয়ে আসার পর তার হাত ধরেই সোনারগাঁয়ে জাতীয় পার্টির রাজনীতি প্রাণ ফিরে পায়। এছাড়া তার হাত ধরেই সম্মেলনের মাধ্যমে সোনারগাঁ থানা জাতীয় পার্টির কমিটি গঠিত হয়। সোনারগাঁ থানা জাতীয় পার্টি তার নির্দেশনায় পরিচালিত হয়ে একটি শক্তিশালী সংগঠনে রূপ নিয়েছে। তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সোনারগাঁ থানা জাতীয় পার্টি। সে লক্ষ্যে ইতিমধ্যেই বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সাদিপুর নোয়াগাঁও ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর এই সম্মেলনগুলো সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার উপস্থিতিই অনুষ্ঠিত হচ্ছে। তবে এই রমজান মাসে সোনারগাঁয়ের অন্যান্য রাজনৈতিকদলগুলো রাজনৈতিক কর্মকান্ডে স্থবীর থাকলেও সোনারগাঁ থানা জাতীয় পার্টি ইফতার কেন্দ্রীক রাজনীতির মাধ্যমেও এখনো সক্রিয় রয়েছে। কারণ ইফতার মাহফিলেই বিভিন্ন ওয়ার্ডের কর্মী সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে শক্তিশালী করার কার্যক্রম চলমান রয়েছে। কারণ আগামী কয়েকমাসের মধ্যেই ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সকল ইউনিট কমিটি গঠনের পর থানা জাতীয় পার্টির কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এরপরই পুরোদমে সংসদ নির্বাচনের দিকে অগ্রসর হতে যাচ্ছে সোনারগাঁ থানা জাতীয়পার্টি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯