
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়কটির নাম শুনলে অনেকের গা শিউরে উঠে মাত্রাতিরিক্ত যানজটের কারনে। প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত যানজট যেন এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপারে দাড়িয়েছে। আর ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে মুল্যবান সময় নষ্ট করছে যাত্রীসহ স্থানীয়রা। ফতুল্লায় সেই যানজটের মাঝে আবার মরার উপর ঘা হয়ে দাড়িয়েছে তেলের পাইপ লাইনের কাজ। যা আরো বেশী যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের এসও বার্মা ষ্টান থেকে পঞ্চবটী যমুনা ডিপোতে পাইপ যোগে তেল আনার জন্য এ কাজ করা হচ্ছে। ফতুল্লা ডিআইটি মাঠ হতে শুরু করে আজাদ ডাইং পর্যন্ত তেলের পাইপ বসানোর জন্য রাস্তার একপাশে গর্ত করা হয়েছে। যার কাজ অত্যন্ত ধীর গতিতে হওয়ার ফলে এরুটে যাতায়াতকারী যাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা যানজটে বন্ধি থাকতে হচ্ছে। বিশেষ করে ফতুল্লা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসা ট্রাকগুলো লোড-আনলোডের কারনে সরু এ সড়কের একপাশ বেশীরভাগ সময় বন্ধ থাকে। যার ফলে অপর পাশ দিয়ে সিগনালের মাধ্যমে গাড়ির চলাচলের কারনে দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। এছাড়াও নিয়ন্ত্রনহীন ইজিবাইক ও মিশুকের আইন না মেনে গাড়ি চালানোর ফলে যানজটকে আরো দীর্ঘতর করে তুলছে। পাশাপাশি ফতুল্লা থানা গেট থেকে শুরু করে রাস্তার দু’পাশে গড়ে উঠা অবৈধ দোকানগুলো এবং মার্কেটের ব্যবসায়ীরা রাস্তার উপর মালামাল ফেলে রাখা এবং যত্রতত্র গাড়ি পার্কিং করার ফলে এখানে যানজট যেন অসহনশীল পর্যায়ে চলে গিয়েছে। যার ফলে গাড়ি থেকে মেনে পায়ের হেটে যাওয়ার রাস্তাটুকুও খুজে পায়না পথচারীরা। যার ফলে মুল সড়কের উপর দিয়েই সাধারন মানুষকে চলাচল করতে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে। এ রুটে নিয়মিত চলাচলকারী একাধিক ব্যক্তি জানান, ভাই এরুট যেন আমাদের যাত্রীদের জন্য একটি অভিশাপ। প্রতিদিনতো যানজট আছেই তারপর বর্তমানে তেলের পাইপের জন্য যে কাজ করা হচ্ছে তার গতি অত্যন্ত ধীর। তারা যদি অতিদ্রুত এ কাজটুকু সম্পন্ন করেন তাহলে হয়তবা রেহাই পাবো। তাছাড়া রমজান চলছে এবং ঈদের আগমনও দ্রুত। এ মাসে প্রতিটি মানুষের খরচ দ্বিগুন। যদি ঘর থেকে বের হয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে বসে থাকতে হয় তাহলে খাবো কি এবং পরিবারের জন্য ঈদে কি কেনাকাটাই বা করবো কি। বর্তমানে এখানে যে কাজ চলছে যার ফলে প্রচুর যানজট অথচ দেখুন এখানে যানজট নিরসনে কোন ভলেন্টিয়ারের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তাই চালকরা যে যার মত করে গাড়ি ঢুকিয়ে যানজটকে আরো দীর্ঘ করে তুলে। বিশেষ করে ইজিবাইক ও মিশুকগুলো। আমরা চাই অতিদ্রুত এ তেলের পাইপ লাইনের কাজটুকু সর্ম্পন্ন করবেন কর্তৃপক্ষ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯