আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৩

টিসিবি পণ্য’ বিক্রিতে অ্যাপস চালু

ডান্ডিবার্তা | ০৪ এপ্রিল, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট টিসিবি পণ্য সংগ্রহে গ্রাহকদের ভোগান্তি কমাবে ‘হাতের মুঠোয় টিসিবি পণ্য’ অ্যাপস। সেই সাথে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। থাকবে না কোনো অনিয়ম ও দুর্নীতি। অতি অল্প সময়েই একজন মানুষ টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের তিনি এসব তথ্যা জানান। জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, আপনারা জানেন অনেক সময় টিসিবির মালমাল নিতে গিয়ে গ্রাহকদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। যা মানুষের মাঝে অসন্তোষ সৃষ্টি করে। এই অবস্থা থেকে উত্থানের জন্য তাৎক্ষণিকভাবে আমরা একটি সফটওয়ার ডেভেলপ করার চিন্তা করি। তিনদিনের মাথায় আমাদের এই কাজ শেষ হয়। গত বছর আমরা ইলেক্ট্রনিক্স কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা শুরু করি। পর্যায়ক্রমে চাহিদার ভিত্তিতে সফটওয়ারটি আরও ডেভলপ করা হয়। সেই সাথে ২ লাখের উপড়ে আমরা কার্ড বিতরণ করি। তিনি আরও বলেন, যখন এই কার্ডটি বিতরণ করা হয় তখন অনেক মানুষ ইচ্ছাকৃতভাবেই একাধিক কার্ড নিয়ে যায়। ফলে ৩০ থেকে ৩২ হাজার কার্ড বাতিল করা হয়। বাতিল হওয়ার প্রেক্ষিতে আমাদের প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের কাছে এই কার্ড রয়েছে। বাকি কার্ডগুলো তৈরি হচ্ছে। এখন থেকে অনলাইনের সফটওয়ারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। ঈদের আগে দ্বিতীয় দফায় টিসিবি পণ্য মানুষের কাছে পৌঁছে দিবো। ডিসি বলেন, প্রত্যেকটা মানুষ যেন মালামাল পায় এবং বুঝতে পারে সেই সাথে সরকারও যেন বুঝতে পারে কোন ব্যক্তি কোন এলাকায় মালামাল যাচ্ছে। স্বচ্ছতা জবাবদিহিতা এবং সরকারি পণ্যের সঠিক ব্যবহার এবং দুর্নীতি প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়েই কাজটি করেছি। যাতে করে অতি অল্প সময়েই একজন মানুষ যেখানে মালামাল বিক্রি হয়, সেখান থেকে মালামাল যেন সংগ্রহ করতে পারে। এর মাধ্যমে দুর্নীতি কিংবা অনিয়ম করার কোনো সুযোগ নেই। এই প্রযুক্তিটি মডেল হিসেবে ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় আমাদের এই প্রযুক্তিটি মডেল হিসেবে গ্রহণ করেছে। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ পদ্ধটি গ্রহণ করেছে। বরিশাল সিটি কর্পোরেশনও এই কাজটি শুরু করেছে। একইভাবে সারা বাংলাদেশেই এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভূয়সী প্রশংসা করা হয়েছে। এটাকে আরও ডেভেলপ করে স্থায়ী রূপ দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে যে কোনো ধরনের ভাতার ক্ষেত্রে এটার আওতায় আনা যাবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা