আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৩

নির্মানাধীন বহুতল ভবনের ছাদ থেকে নির্মান সামগ্রী পড়ে নারীসহ দুইজন আহত

ডান্ডিবার্তা | ০৪ এপ্রিল, ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে নির্মানাধীন ভবনের ছাদ থেকে নির্মান সামগ্রী পড়ে নারীসহ দুইজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। গতকাল সোমবার সকালে শহরের ডনচেম্বার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ডনচেম্বার এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে সোমবার সকাল থেকে টিসিবি’র পণ্য বিতরণ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ট্রাক থেকে পণ্য সংগ্রহ করছিলেন। বেলা এগারোটার সময় নির্মানাধীন দশ তলা একটি ভবনের ছাদ থেকে দুইটি বাঁশ নীচে পড়ে টিসিবি’র পণ্য কিনতে আসা নারী শিখা বেগম ও কাউন্সিলরের স্বেচ্ছাসেবক কর্মী নবী হোসেন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয়দের অভিযোগ, জনগণের জানমালের নিরাপত্তায় কোন ধরণের ব্যবস্থা না রেখেই দীর্ঘদিন যাবত বহুতল ভবনটির নির্মান কাজ করা হচ্ছে। জামান নামে এক ব্যক্তির মালিকানাধীন জমির উপর দশ তলা ভবনটির নির্মান কাজ করছে আবাসন প্রতিষ্ঠান সাইন ক্যাসেল তারা সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে নকশা বহির্ভূতভাবে নির্মান কাজ করা হলেও এখানে রাজউক কতৃপক্ষের কোন তদারকি লক্ষ্য করা যাচ্ছে না। ফলে প্রায় সময় দূর্ঘটনায় মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। ২০২১ সালের ২২ ডিসেম্বর শহরের মিশনপাড়া এলাকায় নির্মানাধীন এগারো তলা ভবনের ছাদ থেকে নির্মান সামগ্রী পড়ে এক নারী নিহত হলেও রাজউক কতৃপক্ষের টনক নড়েনি। একই অভিযোগ করছেন স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকু। তার অভিযোগ, এই দূর্ঘটনার পর রাজউক কতৃপক্ষকে জানানো হলেও তারা কোন গুরুত্ব দিচ্ছেন না। ঘটনাস্থলেও কেউ আসেননি। নকশা ও নিয়ম বহির্ভূতভাবে নির্মানাধীন ভবনগুলোর নির্মান কাজ জরুরি ভিত্তিতে বন্ধ করার দাবি জানান এই জনপ্রতিনিধি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা