আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৩

চ্যালেঞ্জের পাঁচ আসনের প্রার্থীরা

ডান্ডিবার্তা | ০৪ এপ্রিল, ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই চ্যালেঞ্জের মুখে পড়ছেন সদর-বন্দর আসনের সম্ভাব্য প্রার্থীরা। একদিকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন অনিশ্চিত অপর দিকে এআসনে নৌকার দাবি জোড়ালো হচ্ছে। সূত্র বলছে, আগামী নির্বাচনে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। বর্তমানে ক্ষমতায় রয়েছেন জাতীয়পার্টির এমপি সেলিম ওসমান। তবে সামাজিক ও সেবামূলক কাজের মধ্য দিয়ে রাজনীতিতে সরব রয়েছেন পারভীন ওসমান। যদিও নাসিম ওসমানের পরিবারকে কোনটা কোনঠাসায় রয়েছেন। গত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-বন্দর আসনটি লাঙ্গল প্রতীককে ছাড় দিয়ে আসছে আওয়ামীলীগ। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার দাবী জোড়ালো হচ্ছে। ইতিমধ্যে নৌকা প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার শহর জুড়ে সয়লাব। ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, এড. আনিসুর রহমান দিপু, মেয়র সেলিনা হায়াত আইভীর ছোট ভাই ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বলসহ বেশ কয়েজন প্রার্থী নৌকা প্রতীক পেতে তৎপর রয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতারা এবার আসন ছাড় দিতে নারাজ। নির্বাচন সামনে রেখে নির্বাচনী মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষ প্রতীক প্রত্যাশী মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। সব মিলিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রার্থীদের মধ্যে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা