আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৬

আড়াইহাজারে যুবদল নেতাকে তুলে নিয়ে হত্যা

ডান্ডিবার্তা | ০৫ এপ্রিল, ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি আড়াইহাজারে পাওনা টাকার জেরে মাহাবুব (২৩) নামে এক যুবদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। একপর্যায়ে রাস্তায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কালিবাড়ি এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সিংরাটি এলাকায় পাওয়াদার হাসমত আলী নামে একব্যক্তি তার নিজ বাড়িতেই একটি কক্ষে দীর্ঘ সময় ধরে আটকে রেখে তিনিসহ অন্যরা তাকে উপর্যুপরি মারপিট করাসহ ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। মাহবুব দুপ্তারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিংরাটি এলাকার হাজী আব্দুল হানিফার ছেলে। এ ঘটনায় আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মৃতের নিকট আত্মীয় আব্দুল মতিন নামে এক ব্যক্তি মোবাইলে জানান, পাওনা টাকার জেরে সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে স্থানীয় কালিবাড়ি এলাকায় গেলে তাকে হাসমত আলীসহ আরও কয়েকজন মিলে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে তাকে পেটানোসহ ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। মতিন আরও বলেন, মাহাবুব দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অপরদিকে পাওনাদার হাসমত আলী একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ৬নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘শুনেছি পাওনা টাকার জের ধরে কয়েকজন মিলে মাহাবুবকে তুলে নিয়ে যায়। পরে সিংরাটি এলাকায় একটি ঘরে আটককে রেখে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে।’ ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থলের আশাপাশের এলাকা থেকে ইসমত আলী এবং পাভেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কারা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা