আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৬

না’গঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান: চন্দন শীল

ডান্ডিবার্তা | ০৬ এপ্রিল, ২০২৩ | ১১:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, বিভিন্ন সময় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে প্রয়াত জননেতা শামসুজ্জোহা এর আমল থেকে, পরে নাসিম ওসমান সাহেব, সেলিম ওসমান সাহেব ও শামীম ওসমানের জনপ্রতিনিত্বের কারনে এখানে এই সম্প্রীতি নষ্ট করতে দেয়া হয় নাই। সবাই মিলে মিশে আমরা নারায়ণগঞ্জকে শান্ত রেখেছি। গতকাল বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত: ধর্মীয় সংলাপে তিনি একথা বলেন। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এসময় চেয়ারম্যান চন্দনশীল বলেন, আমরা সব সময় একটি বিষয় নিয়ে গর্ব বোধ করি, যে নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। এই জেলায় পাশাপাশি কবরস্থান, শ্বশান ও খৃষ্টানদের কবর দেয়ার জায়গাও আছে; আমার জানা মতে বিশ্বে এমন অন্য কোথাও নেই। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের সদর-বন্দর আসনের সংসদ সদস সেলিম ওসমান সাহেব দানবীর হিসেবে খ্যাতি পেয়েছেন। তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থায়নে দান করে থাকেন। আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ। এছাড়া সংলাপে অংশ নেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ, মন্দিরের পুরহিত ও গির্জার ফাদার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা