আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৩

অপহৃত উদ্ধার চালক ৩ অপহরণকারী গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৮ এপ্রিল, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ে অপহরণের ২১ ঘন্টা পর অপহরণকারীদের কবল থেকে অপহৃত সিএনজি চালক মোঃ সাইফুল ইসলামকে (৪৫) উদ্ধার সহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার নয়ামাটি লামাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় অপহৃত সিএনজি চালককে। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার নয়ামাটি লামাপাড়ার মৃত ইস্রাফিলের পুত্র সাব্বির (২৬), একই এলাকার মৃত শারজাহান দেওয়ানের পুত্র মনির (৩৪) ও লোকমান (২৮)। এ ঘটনায় অপহৃত সিএনজি চালকের স্ত্রী আক্তারা বেগম(৩৫) বাদী হয়ে গ্রেফতারকৃত তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বাদীর স্বামী সাইফুল ইসলাম একজন সিএনজি চালক। গত বুধবার বিকেল চারটার দিকে বাদীর স্বামী শাসনগাওস্থ বাসা থেকে সিএনজি চালানোর জন্য বের হয়। রাত দশটার দিকে বাদীর স্বামী সিএনজি চালানো শেষে খানপুর বউ বাজারস্থ গ্যারেজে সিএনজি রেখে শাসনগাওস্থ নিজ বাসায় ফিরছিলো। রাত ১০টার দিকে ফতুল্লা থানার চাষাঢ়া রেললাইনের নিকট পৌছামাত্র অভিযুক্ত আসামিরা একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অপহরণ করে গ্রেফতারকৃত আসামির বাড়ীতে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে বাদীর স্বামী বাসায় ফিরে না আসায় রাত ২ টার দিকে মোবাইল ফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। রাত তিনটার দিকে বাদীকে তার স্বামীর মোবাইল ফোন থেকে অপহরনকারীরা ফোন করে জানায় তার স্বামীকে তার আটকে রেখেছে। দুই লাখ টাকা মুক্তিপণ না দিলে তার স্বামীকে হত্যা করা হবে। একই সাথে মোবাইল ফোনে তার স্বামীকে মারধর করার শব্দ ও চিৎকার শোনানো হয়। গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অপহরণকারীদের মোবাইল ব্যাংকিংয়ের (নগদ) মাধ্যমে ৫ হাজার টাকা পাঠানো হয়। একই সাথে বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ কৌশল অবলম্বন করে। রাত আটটার দিকে মুক্তিপনের টাকা নিতে এলে প্রথমে সাব্বিরকে গ্রেফতার করে। পরে সাব্বিরের স্বীকারক্তি মোতাবেক তার নিজ বাড়ি থেকে অপহৃত সিএনজি চালক উদ্ধারসহ গ্রেফতার করা হয় সহোদর দুই ভাই মনির ও লোকমানকে। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো ৩-৪ জন। ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, বাদীর অভিযোগ পেয়ে প্রথমেই বিকাশ দোকানটি আমরা খুজে বের করি। পরে সেই দোকানে অপহরনকারীদের কথা মতো টাকা পাঠানো হয়। একই সাথে সাদা দোকানটি ঘিরে রাখে সাদা পোষাকে বেশ কয়েকজন পুলিশ সদস্য। রাত আটটার দিকে সাব্বির মোবাইল দোকানে টাকা নিতে এলে তাকে আটক করা হয়। পরবর্তীতে সাব্বিরের স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বাড়ির একটি কক্ষ থেকে অপহৃত সিএনজি চালককে উদ্ধারসহ গ্রেফতার করা হয় আরো দুই অপহরনকারীকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা