
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ে অপহরণের ২১ ঘন্টা পর অপহরণকারীদের কবল থেকে অপহৃত সিএনজি চালক মোঃ সাইফুল ইসলামকে (৪৫) উদ্ধার সহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার নয়ামাটি লামাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় অপহৃত সিএনজি চালককে। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার নয়ামাটি লামাপাড়ার মৃত ইস্রাফিলের পুত্র সাব্বির (২৬), একই এলাকার মৃত শারজাহান দেওয়ানের পুত্র মনির (৩৪) ও লোকমান (২৮)। এ ঘটনায় অপহৃত সিএনজি চালকের স্ত্রী আক্তারা বেগম(৩৫) বাদী হয়ে গ্রেফতারকৃত তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বাদীর স্বামী সাইফুল ইসলাম একজন সিএনজি চালক। গত বুধবার বিকেল চারটার দিকে বাদীর স্বামী শাসনগাওস্থ বাসা থেকে সিএনজি চালানোর জন্য বের হয়। রাত দশটার দিকে বাদীর স্বামী সিএনজি চালানো শেষে খানপুর বউ বাজারস্থ গ্যারেজে সিএনজি রেখে শাসনগাওস্থ নিজ বাসায় ফিরছিলো। রাত ১০টার দিকে ফতুল্লা থানার চাষাঢ়া রেললাইনের নিকট পৌছামাত্র অভিযুক্ত আসামিরা একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অপহরণ করে গ্রেফতারকৃত আসামির বাড়ীতে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে বাদীর স্বামী বাসায় ফিরে না আসায় রাত ২ টার দিকে মোবাইল ফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। রাত তিনটার দিকে বাদীকে তার স্বামীর মোবাইল ফোন থেকে অপহরনকারীরা ফোন করে জানায় তার স্বামীকে তার আটকে রেখেছে। দুই লাখ টাকা মুক্তিপণ না দিলে তার স্বামীকে হত্যা করা হবে। একই সাথে মোবাইল ফোনে তার স্বামীকে মারধর করার শব্দ ও চিৎকার শোনানো হয়। গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অপহরণকারীদের মোবাইল ব্যাংকিংয়ের (নগদ) মাধ্যমে ৫ হাজার টাকা পাঠানো হয়। একই সাথে বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ কৌশল অবলম্বন করে। রাত আটটার দিকে মুক্তিপনের টাকা নিতে এলে প্রথমে সাব্বিরকে গ্রেফতার করে। পরে সাব্বিরের স্বীকারক্তি মোতাবেক তার নিজ বাড়ি থেকে অপহৃত সিএনজি চালক উদ্ধারসহ গ্রেফতার করা হয় সহোদর দুই ভাই মনির ও লোকমানকে। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো ৩-৪ জন। ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, বাদীর অভিযোগ পেয়ে প্রথমেই বিকাশ দোকানটি আমরা খুজে বের করি। পরে সেই দোকানে অপহরনকারীদের কথা মতো টাকা পাঠানো হয়। একই সাথে সাদা দোকানটি ঘিরে রাখে সাদা পোষাকে বেশ কয়েকজন পুলিশ সদস্য। রাত আটটার দিকে সাব্বির মোবাইল দোকানে টাকা নিতে এলে তাকে আটক করা হয়। পরবর্তীতে সাব্বিরের স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বাড়ির একটি কক্ষ থেকে অপহৃত সিএনজি চালককে উদ্ধারসহ গ্রেফতার করা হয় আরো দুই অপহরনকারীকে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯