আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:৫৩

না’গঞ্জ মহানগর আ’লীগের শান্তির সমাবেশে কঠোর হুশিয়ারি

ডান্ডিবার্তা | ০৯ এপ্রিল, ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেছেন, আমরা শান্তি সমাবেশ করছি সকালে। বিএনপির বন্ধুরা অশান্তির সমাবেশ করবে বিকেলে। নির্বাচনে আসুন, বিদেশি বন্ধুদের কাছে দৌড়ঝাঁপ করে লাভ হবে না। নির্বাচনে জিতলে ক্ষমতায় আসবেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল বলেন,শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সোচ্চার হয়েছে। বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাসের রাজনীতির পরিকল্পনা করছে। বিএনপি এদেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারী। মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি-জামায়াত যেভাবে মানুষ ও বোবা প্রাণী পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছিল। তারা আবারও সেই একই আগুন সন্ত্রাস করার পাঁয়তারা করছেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি বলেছেন, আমরা সবদিক থেকে পাকিস্তান থেকে বহুদূর এগিয়ে আছি। যারা অপপ্রচার চালাচ্ছে এবং যাদের ঘাড়ে ভর দিয়ে জামাত বিএনপি অপকর্ম চালাচ্ছে তাদের বলতে চাই শেখ মুজিব যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে পাকিস্তান অনেক দূর এগিয়ে যেত। যদি কোনো আঘাত আসে, আমরা একেএম শামীম ওসমানের নেতৃত্বে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত আছি। মহানগর আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সেচ্চার হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাসের রাজনীতির পরিকল্পনা করছে। আমরা খোকন সাহার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো। বিএনপি এদেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারী। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি বলেছেন, আমরা সবদিক থেকে পাকিস্তান থেকে বহুদূর এগিয়ে আছি। যারা অপপ্রচার চালাচ্ছে এবং যাদের ঘাড়ে ভর দিয়ে জামাত বিএনপি অপকর্ম চালাচ্ছে তাদের বলতে চাই শেখ মুজিব যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হত তাহলে পাকিস্তান অনেক দূর এগিয়ে যেত। যদি কোন আঘাত আসে আমরা একেএম শামীম ওসমানের নেতৃত্বে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত আছি। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তানি জারজদের গা জ্বালা করছে। দেশ এগিয়ে যাক তারা চায় না। মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে তাদের বিরুপ মন্তব্য। বিএনপি নেতারা যখন বলে দেশ হঠাৎ করে স্বাধীন হয়েছে তখন বুঝতে হবে স্বাধীনতার প্রতি তাদোর কোন আগ্রহ নেই। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে বিএনপি জামাত যেভাবে মানুষ ও বোবা প্রানী পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছিল। তারা আবারও সেই একই আগুন সন্ত্রাস করার পাঁয়তারা করছেন। তিনি আরও বলেন, যদি নির্দেশ আসে নারায়ণগঞ্জের রাজপথ থেকে বিএনপি জামাতকে উৎখাত করার। তাহলে একেএম শামীম ওসমানের নেতৃত্বে আমরা বিএনপি জামাতকে নারায়ণগঞ্জের রাজপথ থেকে উৎখাত করবো। আজ তারা স্লোগান দিচ্ছে, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। নারায়ণগঞ্জের মাটিতে যুবলীগ এই বিএনপি জামাতকে প্রতিহত করবে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, নিয়াজুলকে হত্যা করতে তাকে গুলি করে ফেলে রেখে গিয়েছিল। ৭০/৭৫টা গুলি লেগেছিল। তার নাম যখন ঘোষণা করা হয় আমি বলতে চাই এ শহরের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৬ সালে যুবলীগের সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল এদেশে গোলাম সারোয়ারের মত ছেলেদের দরকার। বিশ্বাস না হলে পত্রিকা বের করে দেখুন। আপনাদের পক্ষে থাকলে নেতা আর শামীম ওসমানের পক্ষে থাকলে সন্ত্রাসী হয়ে যায়। তিনি বলেন, পঁচাত্তরের পরে অনেকে জেলে গিয়েছেন জেল খেটেছেন। জেলার সবচেয়ে সৎ রাজনীতিবিদ একেএম শামসুজ্জোহা জেল খেটেছেন। এ সুযোগ নিয়ে অনেকে অনেক বড় বড় পদ বাগিয়ে নিয়েছে অথচ তারা আজ মাঠে নেই। সেদিন ১২ নং ওয়ার্ডে সম্মেলন হল। বিনা ভোটে নিয়াজুল জয়লাভ করল। ১৯৭৭ সালে খন্দকার মোশতাক ডেমোক্রেটিক পার্টি করেছিল। সেই পার্টির প্রথম সভা হয়েছিল বায়তুল মোকাররম। এই সুইট সেদিন সেই মিটিং বানচাল করে দিয়েছিলেন। সেখানে গোলমাল হয়েছিল। তারা মিটিং করতে পারেনি। তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ ভাবে দল গোছাই। নেত্রী নির্দেশ দিয়েছেন দল গোছাতে। অনেকে পোস্টার ছাপাচ্ছেন এমপি ইলেকশন করবেন। অনেক করেছেন, পেয়েছেন। এখন অন্যদের সুযোগ করে দিন। তিনি আরো বলেন, আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়ে দিয়েছি। আগামী ঈদের পর নাম আসবে। নমিনেশন দেয়ার মালিক শেখ হাসিনা। তিনি দল ও জাতির কথা ভেবে নমিনেশন দেন। আমি দল করতে চাইনি নেত্রীর কছে মুক্তি চেয়েছিলাম। তিনি দেননি। ২০০২ সালে তিনি আমাকে আর বাদলকে রক্ষা করেছিলেন। সেদিন সিদ্ধান্ত নিয়েছি নেত্রীর সিদ্ধান্তেই চলবো। নেত্রী যাকেই নমিনেশন দিবেন আমরা তার পক্ষে থাকবো। আমরা শান্তির সমাবেশ করছি সকালে। বিএনপির বন্ধুরা অশান্তির সমাবেশ করবে বিকেলে। নির্বাচনে আসুন। বিদেশি বন্ধুদের কাছে দৌড়ঝাঁপ করে লাভ হবে না। নির্বাচনে জিতলে ক্ষমতায় আসবেন। এসময় মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা